viral meme

৯ বছর পুরনো ‘সোনম গুপ্ত বেওয়াফা হ্যায়’ মিমের স্মৃতি ফেরাল মধুচন্দ্রিমায় হত্যাকাণ্ড ও স্ত্রীর ‘অকৃতজ্ঞতা’

‘সোনম গুপ্ত বেওয়াফা হ্যায়’ ট্রেন্ডটি শুরু হয়েছিল একটি পুরনো ১০ টাকার নোটের উপর লেখা দিয়ে। ২০১৬ সালে নোট বাতিলের সময় ‘অবিশ্বাসী’ প্রেমিকাকে নিয়ে মজা করার জন্য এটি শেয়ার করতে শুরু করেছিলেন বহু নেটাগরিকই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ১৭:২৬
viral 10-rupee note meme

ছবি: সংগৃহীত।

মেঘালয়ে মধুচন্দ্রিমা করতে গিয়ে স্বামীকে খুনের অভিযোগ। স্বামী রাজা রঘুবংশীকে ভাড়াটে খুনি দিয়ে খুনের অভিযোগ উঠেছে সোনম রঘুবংশীর বিরুদ্ধে। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে গোটা দেশেই। সেই আবহেই আবার নতুন করে ভাইরাল হয়েছে পুরনো একটি পোস্ট। ‘সোনম গুপ্ত বেওয়াফা হ্যায়’। দশ টাকার নোটে লেখা একটি শব্দবন্ধ। অজ্ঞাতপরিচয় কেউ প্রেমিকার অবিশ্বাসের কাহিনি লিখে রেখেছেন সেখানে।

Advertisement

৮-৯ বছরের পুরনো মিমটি আবার সমাজমাধ্যমের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মিমের সোনম নামের সঙ্গে মিল থাকায় স্বামী-হত্যার অভিযোগে অভিযুক্ত সোনমের তুলনা টানা হয়েছে। ‘বেওয়াফা’ শব্দের অর্থ অকৃতজ্ঞ। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সোনম রঘুবংশী এবং সোনম গুপ্তের মধ্যে তুলনা টানতেই আবার নতুন করে ট্রেন্ডে চলে আসে মিমটি। যদিও সেই পোস্টগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সমাজমাধ্যমে এই মিমটি পোস্ট করার বন্যা বয়ে গিয়েছে। এই ট্রেন্ডটি শুরু হয়েছিল একটি পুরনো ১০ টাকার নোটের উপর লেখা দিয়ে। ২০১৬ সালে নোট বাতিলের সময় ‘অকৃতজ্ঞ’ প্রেমিকাকে নিয়ে মজা করার জন্য এটি শেয়ার করতে শুরু করেছিলেন বহু নেটাগরিকই। সেই সময় এটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার নেটাগরিক এটি নিয়ে রসিকতা এবং মিম তৈরি করতে শুরু করেন। এই মিমটি ভাইরাল হওয়ার পিছনে কোনও গুরুতর কারণ ছিল না। সেই মিমটি পুনরায় পোস্ট করে এক জন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘‘অনেক আগেই ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে সোনম অকৃতজ্ঞ হবে, সে রঘুবংশী হোক বা গুপ্তই হোক।’’

Advertisement
আরও পড়ুন