viral video

কেক কেটে নিজের হাতে খাইয়ে দিলেন বন্ধুকে, বন্ধুর মেয়ের জন্মদিনে অন্য মেজাজে ক্যাপ্টেন কুলের ভিডিয়ো ভাইরাল

পুরনো এক বন্ধুর মেয়ের জন্মদিনে ঘরোয়া অনুষ্ঠানে নিমন্ত্রণরক্ষা করতে তাঁর বাড়ি পৌঁছে গেলেন ধোনি। সকলের সঙ্গে বন্ধুর মেয়ের জন্মদিনে কেকও কাটতে দেখা গেল তাঁকে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১১:৪৬
MS Dhoni spotted at a cake-cutting ceremony

ছবি: সংগৃহীত।

প্রচারের আলোয় থাকতে খুব একটা পছন্দ করেন না। বাইরে বেরোলে ফ্যানেদের নজর এড়িয়ে চলতেই ভালবাসেন ক্যাপ্টেন কুল। ক্রিকেট তারকা ও প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে সম্প্রতি দেখা গেল ভিন্ন মেজাজে। পুরনো এক বন্ধুর মেয়ের জন্মদিনে ঘরোয়া অনুষ্ঠানে নিমন্ত্রণরক্ষা করতে তাঁর বাড়ি পৌঁছে গিয়েছিলেন ধোনি। সকলের সঙ্গে বন্ধুর মেয়ের জন্মদিনের কেকও কাটতে দেখা গেল তাঁকে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ভিডিয়োটি নেটাগরিক ও ধোনির অনুগামীদের মন জয় করে নিয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

‘শক্তি৩৬২৯৩৭’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, কালো রঙের টি-শার্ট পরে বন্ধুর বাড়িতে হাজির হয়েছেন ধোনি। চলছে কেক কাটার পর্ব। ধোনি নিজের হাতে কেক কেটে বন্ধুর মুখে তুলে দিচ্ছেন। বিশ্বখ্যাত ক্রিকেটারের এই ব্যবহারে আপ্লুত হয়ে পড়েছেন পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি। তাঁর আমন্ত্রণেই জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ধোনি। পরিবারের বিশেষ মুহূর্তে তারকা-বন্ধুকে পেয়ে চোখের জল বাঁধ মানেনি ধোনির বন্ধুর। আনন্দের সেই জল মুছে ধোনির দেওয়া কেক খান তাঁর বন্ধুও। উপস্থিত আত্মীয় ও বন্ধুবান্ধবদের সঙ্গে নিজস্বী তোলার আবদারও ধোনি মিটিয়েছেন হাসিমুখে।

বন্ধুর ডাকে অবশ্য এই প্রথম বার নয়, এর আগেও জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ধোনি। গত বছরও তিনি একই জন্মদিনের পার্টিতে যোগ দিয়েছিলেন। সেই ভিডিয়োও নতুন করে ভাইরাল হয়েছে।

Advertisement
আরও পড়ুন