Viral Video

বিয়েবাড়িতে থরে থরে সাজানো ‘লাশ’! বর-বধূর প্রবেশের কায়দা দেখে আঁতকে উঠলেন নেটাগরিকেরা, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ে উপলক্ষে একটি অনুষ্ঠানবাড়ি সাজানো হয়েছে। চারিদিকে আলোর রোশনাই। আত্মীয়স্বজনের ভিড়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ০৯:৩৮
Netizen shocked after seeing bride and groom bizarre entry, video goes viral

বর-বধূর সামনে ওগুলো কী রাখা! ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ের অনুষ্ঠানে অনেক সময় অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটে। আত্মীয়দের কাণ্ডে অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয় বর-বধূকে। পরিজনদের কারণে হাসির রোলও ওঠে বিয়েবাড়িতে। কিন্তু সম্প্রতি একটি বিয়েবাড়ির যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তা দেখে আঁতকে উঠেছেন নেটাগরিকেরা। ভয়ও পেয়েছেন রীতিমতো। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমেও হইচই ফেলেছে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

কিন্তু ভিডিয়োয় কী এমন রয়েছে যে ভয় পেয়েছেন নেটাগরিকেরা? ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ে উপলক্ষে একটি অনুষ্ঠানবাড়ি সাজানো হয়েছে। চারিদিকে আলোর রোশনাই। আত্মীয়স্বজনের ভিড়। তার মধ্যেই একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন পাত্র-পাত্রী। আর তাঁদের সামনে থরে থরে সাজানো ‘লাশ’। দেখে মনে হচ্ছে সাদা চাদরে মোড়া একাধিক শবদেহের সামনে দাঁড়িয়ে রয়েছেন বর-বধূ। আর তা দেখেই আঁতকে উঠেছেন নেটাগরিকেরা। যদিও ভিডিয়োর শেষে বোঝা যায়, ওই কাপড়গুলি আসলে বিয়েবাড়ি সাজানোর সরঞ্জাম। কিছু ক্ষণ পরে কাপড়গুলিতে হাওয়া ভরা হয়। সঙ্গে সঙ্গে দু’দিকে স্তম্ভের মতো দাঁড়িয়ে যায় কাপড়গুলি। তার মধ্যে দিয়ে হেঁটে যান পাত্র-পাত্রী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘ঘণ্টা’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময়ও প্রকাশ করেছেন। অনেকে জানিয়েছেন, ভিডিয়োটি দেখে প্রথমে আতঙ্কিত বোধ করছিলেন তাঁরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আমি তো ভেবেছিলাম চাদরে মোড়ানো মৃতদেহ। আতঙ্কিত হয়ে পড়ি। ভিডিয়োটি শেষ পর্যন্ত দেখে স্বস্তি ফেরে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আমি আক্ষরিক অর্থেই ভেবেছিলাম যে বিয়ের অনুষ্ঠানে কেউ মারা গিয়েছেন। এখন সত্য প্রকাশ্যে আসার পর আর হাসি থামাতে পারছি না।’’

Advertisement
আরও পড়ুন