Viral Video

ঘুষ চেয়েছিলেন সরকারি কর্তা, ফোনের স্পিকার অন করে মেয়রের কাছে হাতেনাতে ধরিয়ে দিলেন যুবক! ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মোরেনার বাসিন্দা পঙ্কজ রাঠৌর নামে এক যুবক বাড়ি তৈরির অনুমতি দেওয়ার জন্য পুরসভা এবং রাজস্ব বিভাগের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু অভিযোগ, রাজস্ব বিভাগের এক কর্তা তাঁকে বাড়ি তৈরির অনুমতি দেওয়ার পরিবর্তে ঘুষ চান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৫:২৩
Video shows local man from Morena calls Revenue Official in front of Mayor and exposes him for asking bribe

ছবি: এক্স থেকে নেওয়া।

কাজ করে দেওয়ার পরিবর্তে ঘুষ চেয়েছিলেন রাজস্ব কর্মকর্তা। ঘুষ না দিয়ে বুদ্ধি করে সরাসরি মেয়রের কাছে পৌঁছে গেলেন যুবক। মেয়রের সামনেই ওই রাজস্ব কর্মকর্তাকে ফোন করে লাউডস্পিকার চালু করে ঘুষকাণ্ড প্রকাশ্যে নিয়ে এলেন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। মধ্যপ্রদেশের মোরেনা পুরসভার অফিসে মোবাইল ফোনে কথোপকথনের ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর দুর্নীতির ঘটনাও প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পঙ্কজ রাঠৌর নামে মোরেনার স্থানীয় বাসিন্দা বাড়ি তৈরির অনুমতির জন্য পুরসভা এবং রাজস্ব বিভাগের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু অভিযোগ, রাজস্ব বিভাগের এক কর্তা তাঁকে বাড়ি তৈরির অনুমতি দেওয়ার পরিবর্তে ঘুষ চান। পঙ্কজের অভিযোগ, রাজস্ব বিভাগের কর্তা অশোক ভারতী-সহ পুরসভার কয়েক জন দায়িত্বপ্রাপ্ত কর্তা তাঁর কাছে ঘুষ চেয়েছিলেন। কত টাকা ঘুষ দিতে হবে এবং তা কী ভাবে সকলের মধ্যে ভাগ হবে তা-ও নাকি বিশদে জানানো হয় তাঁকে। এর পরেই সটান মোরেনার মেয়র সারদা সোলাঙ্কির অফিসে উপস্থিত হন পঙ্কজ। মেয়রের সামনেই রাজস্ব বিভাগের ওই কর্তাকে ফোন করেন তিনি। ফোনের লাউড স্পিকার চালু করে দেন। যুবকের সামনে মেয়র রয়েছেন, তা না জেনেই ফোনে আবার ঘুষের কথা বলেন ওই কর্তা। কার কত বখরা রয়েছে, তা-ও প্রকাশ্যে আসে। কথোপকথন শুনে হতবাক হয়ে যান মেয়র। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে কমিশনারের কাছে একটি প্রতিবেদনও পাঠিয়েছেন তিনি।

উল্লেখ্য, পঙ্কজ ছাড়া মোরেনার অন্য এক বাসিন্দাও একই অভিযোগ এনেছেন ভূমি-রাজস্ব বিভাগের কর্তাদের বিরুদ্ধে। সরকারি খরচ বাদে তাঁর কাছে মোট ৩৪ হাজার টাকা ঘুষ হিসাবে চাওয়া হয়েছিল। ঘটনাটি এখন মোরেনা শহরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

রাজস্ব বিভাগের কর্তার ঘুষ চাওয়ার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নেহরাজি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement
আরও পড়ুন