Viral Video

অন্যত্র বিয়ে হচ্ছে প্রেমিকের, মাঝরাস্তায় বরের গাড়ি আটকে দিলেন তরুণী, দাঁড়িয়ে থাকলেন চোখে জল নিয়ে! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ভিড় রাস্তার মাঝে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আশপাশ দিয়ে একের পর এক গাড়ি বেরিয়ে যাচ্ছে। দাঁড়িয়ে থাকা গাড়িটিকে দেখেই বোঝা যাচ্ছে যে, বিয়ে উপলক্ষে সাজানো হয়েছে সেটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৯:০২
Video shows woman blocking way of a bride car goes viral

বরের গাড়ির রাস্তা আটকে তরুণী। ছবি: ইনস্টাগ্রাম।

ভালবাসার মানুষটির অন্য কারও সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে! এমনটা দেখা কারও পক্ষেই সহজ নয়। সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় তেমনই একটি আবেগঘন মুহূর্ত ধরা পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। নেটাগরিকদের মনে গভীর ভাবে নাড়া দিয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ভিড় রাস্তার মাঝে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আশপাশ দিয়ে একের পর এক গাড়ি বেরিয়ে যাচ্ছে। দাঁড়িয়ে থাকা গাড়িটিকে দেখেই বোঝা যাচ্ছে যে, বিয়ে উপলক্ষে সাজানো হয়েছে সেটি। আর সেই গাড়ির একদম সামনে দাঁড়িয়ে শালোয়ার-কামিজ় পরা এক তরুণী। গাড়িটিকে এগোতে দিচ্ছেন না তিনি। গাড়িটি একটু একটু এগোতে থাকলেও সরে যাননি তরুণী। অসহায় ভাবে গাড়ির সামনেই দাঁড়িয়ে থাকেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োয় দাবি করা হয়েছে, যাঁর বিয়ে হচ্ছে তিনি ওই তরুণীর প্রাক্তন প্রেমিক। কোনও কারণে বিচ্ছেদ হয়েছে তাঁদের। কিন্তু তরুণীর হৃদয় এখনও তাঁর প্রেমেই মজে। তাই তাঁর বিয়ে হচ্ছে জানতে পারে নিজেকে ধরে রাখতে পারেননি তরুণী। রাস্তাতেই বরের গাড়ি আটকে দেন তিনি।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওহে_বন্দে_৭৫১’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ১৬ লক্ষের বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘তরুণীর মন ভেঙে বিয়ে করতে পারবেন তাঁর প্রেমিক? আজকাল আর ভালবাসার কোনও দাম নেই।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘যে চলে যেতে চায়, তাকে যেতে দাও। ও তোমার যোগ্য নয়। তুমিও জীবনে এগিয়ে চলো।’’

Advertisement
আরও পড়ুন