Viral Video

‘কলপ করলেই হ্যান্ডসাম’, ৫৫-র জামাইবাবুকে বিয়ে করে বললেন ১৮-র শ্যালিকা, প্রেম আসে রান্না করতে করতে!

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন এক প্রৌঢ় এবং এক তরুণী। তরুণীর পরনে গোলাপি শাড়ি-ব্লাউজ়। প্রৌঢ়ের পরনে সাদা জামা এবং গলায় গেরুয়া গামছা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১২:০২
Video claims 18 year old young woman marries sister’s 55 year old husband

ছবি: ইনস্টাগ্রাম।

কথায় আছে ভালবাসা বয়স মানে না। তা বলে ৫৫ বছর বয়সি আপন জামাইবাবুকে বিয়ে! ১৮ বছর বয়সি এক তরুণীর তেমনই কাণ্ডে পড়ল হইচই। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। তবে নেটাগরিকদের একাংশের আন্দাজ ঘটনাটি উত্তরপ্রদেশের।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছোটবেলা থেকে দিদি এবং জামাইবাবুর সংসারে যাতায়াত ছিল ১৮ বছর বয়সি ওই তরুণীর। সম্প্রতি দিদি অসুস্থ হয়ে পড়লে দিদি-জামাইবাবুর বাড়িতে যাতায়াত বাড়ে তাঁর। প্রায় রোজই রান্না করতে দিদির শ্বশুরবাড়ি যেতেন তিনি। তখনই নাকি একে অপরের প্রেমে পড়েন অসমবয়সি জামাইবাবু এবং শ্যালিকা। ৫৫ বছর বয়সি জামাইবাবুকে বিয়ে করারও সিদ্ধান্ত নিয়ে ফেলেন তরুণী। যদিও তাঁদের সম্পর্ক মেনে নিতে রাজি ছিলেন না তরুণীর দিদি এবং পরিবারের বাকি সদস্যেরা। তবে কারও কথাই গ্রাহ্য না করে তাঁরা বিয়ে করেন বলে খবর।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন এক প্রৌঢ় এবং এক তরুণী। তরুণীর পরনে গোলাপি শাড়ি-ব্লাউজ়। প্রৌঢ়ের পরনে সাদা জামা এবং গলায় গেরুয়া গামছা। ভিডিয়োয় তরুণীকে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে শোনা গিয়েছে, ‘‘আমার চোখে আমার জামাইবাবু বুড়ো নন, তিনি বুদ্ধিমান। আপনি আমার দৃষ্টিকোণ থেকে দেখলে বুঝতে পারবেন উনি বৃদ্ধ হননি। দেখেও খুব বেশি বয়স বলে মনে হয় না। কেবল চুল পেকে গিয়েছে। সে তো চুলে কলপ করলে আর দাঁত পরিষ্কার করলেই সুদর্শন দেখাবে।’’ তরুণী কথাগুলি বলার সময় পাশে লাজুক ভাবে তাকাতে দেখা যায় জামাইবাবু তথা স্বামীকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মিডিয়ামাঞ্চ অফিসিয়াল’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বাবুমশাই, ভালবাসা অন্ধ।” অন্য এক জন আবার প্রশ্ন করেছেন, “যদি জামাইবাবুর বয়স ৫৫ এবং শ্যালিকার বয়স ১৮ হয়, তা হলে দিদির বয়স কত হবে?”

Advertisement
আরও পড়ুন