Viral Video

‘বিজেপিকে কেন ভোট দিলে?’ স্ত্রীকে মারতে মারতে বাড়িছাড়া করলেন আরজেডি সমর্থক স্বামী! বিহারের ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণীকে মারতে মারতে ঘর থেকে বার করে দিচ্ছেন এক যুবক। তরুণীর মুখে-পিঠে ঘুষিও মারছেন। তরুণী প্রতিরোধের চেষ্টা করলেও সফল হননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৫:১৫
Video shows brawl between husband as she voted for BJP instead of RJD

ছবি: এক্স থেকে নেওয়া।

লালু প্রসাদের দল আরজেডিতে ভোট দিতে বলেছিলেন স্বামী। কিন্তু তিনি ভোট দিয়ে এসেছিলেন বিজেপিকে। আর সেই ‘ভুলেরই’ মাসুল দিতে হল তরুণীকে। মারতে মারতে তাঁকে ঘর থেকে বার করে দিলেন তাঁর স্বামী। তেমনটাই দাবি করা হয়েছে সমাজমাধ্যমে সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয়। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণীকে মারতে মারতে ঘর থেকে বাইরে বার করে দিচ্ছেন এক যুবক। তরুণীর মুখে-পিঠে ঘুষিও মারছেন। তরুণী প্রতিরোধের চেষ্টা করলেও সফল হননি। তাঁকে মারতে মারতে রাস্তায় বার করে দেন ওই যুবক। চিৎকার-চেঁচামেচি শুনে বাড়ির বাইরে স্থানীয়দের ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তাঁরা। তাঁদেরই কয়েক জনের হস্তক্ষেপে শেষমেশ তরুণীকে ছেড়ে চিৎকার করতে করতে ঘরের ভিতর চলে যান যুবক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি করা হয়েছে, ওই যুবক এবং তরুণী সম্পর্কে স্বামী-স্ত্রী। বিহার বিধানসভা নির্বাচনে তরুণীকে আরজে়ডিতে ভোট দিতে বলেছিলেন তাঁর স্বামী। কিন্তু তরুণী নাকি সে কথা না শুনে বিজেপিতে ভোট দিয়ে আসেন। আর তা নিয়েই ঝামেলার সূত্রপাত হয়।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ক়়ড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার ক্ষোভ প্রকাশ করেছেন। তরুণীর ব্যক্তিগত স্বাধীনতা এবং মৌলিক অধিকারের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কাকে ভোট দেবেন, তা ঠিক করা এক জন মানুষের ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে কেউ নাক গলাতে পারেন না। ওই যুবকের কড়া শাস্তি হওয়া উচিত।’’

Advertisement
আরও পড়ুন