Viral Video

তাড়া করেছে আট ঘাতক তিমি, প্রাণ বাঁচাতে চিত্রগ্রাহকের নৌকায় উঠে পড়ল সিল! তার পর... ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সালিশ সাগরে ২০ ফুট লম্বা একটি নৌকা থেকে ঘাতক তিমি বা ওরকা পর্যবেক্ষণ করছিলেন বন্যপ্রাণী আলোকচিত্রী চার্ভেট ড্রাকার। আটটি ঘাতক তিমি দেখতে পান তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১২:৫১
Video shows Harbor seal jumps on Photographer’s boat to escape killer whale attack in Salish sea

প্রাণ বাঁচাতে মরিয়া সিল। ছবি: ইনস্টাগ্রাম।

তাড়া করেছিল আটটি ঘাতক তিনি। প্রাণ বাঁচাতে আলোকচিত্রীর নৌকায় লাফিয়ে উঠে পড়ল একটি হারবার সিল! প্রাণ বাঁচাল কোনও মতে। তেমনই একটি চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। জানা গিয়েছে, আমেরিকার সিয়াটল থেকে ৬৫ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের প্রান্তিক সমুদ্র সালিশ সাগরে ঘটনাটি ঘটে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সালিশ সাগরে ২০ ফুট লম্বা একটি নৌকা থেকে ঘাতক তিমি বা ওরকা পর্যবেক্ষণ করছিলেন বন্যপ্রাণী আলোকচিত্রী চার্ভেট ড্রাকার। আটটি ঘাতক তিমি দেখতে পান তিনি। হঠাৎই সমুদ্রের জলে আলোড়ন তৈরি হয়। দেখা যায়, একটি হারবার সিলকে তাড়া করেছে ঘাতক তিমিগুলি। প্রাণ বাঁচাতে প্রাণপণে এ দিক-ও দিক সাঁতার কাটতে থাকে সিলটি। এর পর লাফ দিয়ে ওই আলোকচিত্রীর নৌকায় উঠে পড়ে সিলটি। সিলটিকে উদ্ধার করেন ড্রাকার। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে আলোকচিত্রী ড্রাকারের ইনস্টাগ্রাম হ্যান্ডল ‘চার্ভেট_ফটোগ্রাফি’ থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। মজার মজার মন্তব্যও করেছেন কেউ কেউ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বরাতজোরে বেঁচে গিয়েছে সিলটি। ঘাতক তিমি বা ওরকারা কিন্তু খুব বিপজ্জনক।’’

Advertisement
আরও পড়ুন