Bizarre

স্বামী হবে বড়লোক, বহুগামী, মনের মতো জীবনসঙ্গী খুঁজে দিলে প্রায় ৮৯ লক্ষ টাকা বেতনও দিতে রাজি দুষ্টু মডেল!

এলার জীবনসঙ্গী হতে গেলে অবশ্য বিশেষ কিছু শর্ত পূরণ করতে হবে। সেই পুরুষকে ধনী হতে হবে। এলা কোনও ভাবেই তাঁকে আর্থিক সাহায্য করতে পারবেন না। সেই পুরুষ যেন বহুগামিতায় বিশ্বাসী হন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ০৭:৫৫

—প্রতীকী ছবি।

প্রেমিকের সংখ্যা অগুনতি। কিন্তু মনের মতো আর জীবনসঙ্গী পাচ্ছেন কই? কোনও পুরুষকেই যোগ্য স্বামী হিসাবে কল্পনা করতে পারেন না তরুণী। আজীবন যে ধরনের মানুষের সঙ্গে সুখে-শান্তিতে সংসার করতে পারবেন, এমন পুরুষ খুঁজে পাচ্ছেন না তিনি। তাই বাধ্য হয়ে অনুরাগীদের কাছে সাহায্য চেয়েছেন তিনি। যিনি তরুণীকে তাঁর মনের মতো জীবনসঙ্গী খুঁজে দিতে পারবেন, তাঁকে পারিশ্রমিক হিসাবে প্রায় ৮৯ লক্ষ টাকা দিতে রাজি তরুণী।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূ্ত্রে খবর, ৩৩ বছরের তরুণীর নাম এলা। দুষ্টু ওয়েবসাইটের মডেল তিনি। ক্যালিফর্নিয়ার বে এরিয়ায় থাকেন তরুণী। টাকাপয়সার কোনও অভাব নেই তাঁর। প্রেমিকেরও অভাব নেই। কিন্তু মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না তিনি। এলার জীবনসঙ্গী হতে গেলে অবশ্য বিশেষ কিছু শর্ত পূরণ করতে হবে। সেই পুরুষকে ধনী হতে হবে। এলা কোনও ভাবেই তাঁকে আর্থিক সাহায্য করতে পারবেন না।

সেই পুরুষ যেন বহুগামিতায় বিশ্বাসী হন। বিয়ের পর এলার সঙ্গে খোলামেলা ভাবে সম্পর্কে থাকতে হবে। এলার জীবনসঙ্গী যেন যে কোনও লিঙ্গপরিচয়ের ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে পারেন। যদি কেউ এ সব শর্ত যাচাই করে এলার জন্য যোগ্য পাত্র খুঁজে দিতে পারেন, তা হলে সেই ব্যক্তিকে পারিশ্রমিক হিসাবে ১ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৮৮,৬৮,৯৫০ টাকা) দিতে রাজি এলা।

তবে বিয়ের জন্য উতলা হয়ে পড়েননি এলা। তিনি জানান, যদি কেউ এলার জন্য যোগ্য স্বামী খুঁজে না পান তা হলে অন্য উপায়ও রয়েছে। ‘সিঙ্গল মাদার’ হতেও কোনও আপত্তি নেই এলার। তবে, তিনি যাঁর সন্তান গর্ভে ধারণ করবেন তাঁকেই সেই সন্তানের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে।

সন্তান এলার কাছেই থাকবে, কিন্তু সন্তানপালনের জন্য যাবতীয় খরচ দিতে হবে সন্তানের বাবাকে। যদি এমন কোনও পুরুষের সন্ধান কেউ দিতে পারেন, তবে সেই ব্যক্তিকে আগের চেয়ে তিন গুণ বেশি পারিশ্রমিক দেবেন এলা। তরুণীর দাবি, সেই ব্যক্তিকে ৩ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২,৬৬,০৬,৮৫০ টাকা) পারিশ্রমিক দিতেও দ্বিতীয় বার ভাববেন না তিনি।

Advertisement
আরও পড়ুন