Viral Video

সন্তানকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন বাবা, স্কুটারে চাপতেই ধরল আগুন, তার পর… ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য বৈদ্যুতিন স্কুটারটি বার করেছিলেন এক তরুণ। সন্তান ব্যাগ রেখে স্কুটারে চাপতেই গাড়ির সামনে থেকে ধোঁয়া বার হতে শুরু করে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১০:১৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সন্তানকে স্কুলে পৌঁছে দেবেন বলে স্কুটার নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন তরুণ। স্কুটারের সামনে ব্যাগ রেখে গাড়িতে উঠতে যাচ্ছিল খুদে। সঙ্গে সঙ্গে গাড়ির সামনে থেকে ধোঁয়া বার হতে শুরু করে। সন্তানকে নিয়ে স্কুটার থেকে নেমে দূরে সরে যান তরুণ। বিপদ বুঝে সেখানে ছুটে যান খুদের মা-ও। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় স্কুটারে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘দ্য তত্ত্ব’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বৈদ্যুতিন স্কুটারে আগুন লেগে গিয়েছে। পথচারীরা জল ঢেলে সেই আগুন নেবানোর চেষ্টা করছেন। দূরে এক খুদেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক দম্পতি। সম্প্রতি এই ঘটনাটি মুম্বইয়ের সোলাপুরে ঘটেছে।

সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য বৈদ্যুতিন স্কুটারটি বার করেছিলেন এক তরুণ। সন্তান ব্যাগ রেখে স্কুটারে চাপতেই গাড়ির সামনে থেকে ধোঁয়া বার হতে শুরু করে। বিপদ বুঝে সন্তানকে নিয়ে স্কুটার দাঁড় করিয়ে দূরে সরে যান তরুণ। বাড়ির ভিতর থেকে ছুটে আসেন খুদের মা-ও। মুহূর্তের মধ্যে স্কুটার থেকে আগুনের ঝিলিক বার হতে শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা জল ঢেলে আগুন নিবিয়ে দেন। এই ঘটনায় কেউ আহত হননি বলে জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন