Saraswati Puja 2026

সরস্বতীপুজোর দিন নিষিদ্ধ চার ‘পাপ কাজ’, অন্যথায় রুষ্ট হন বিদ্যার দেবী, সাফল্যের পথে আসে বহু বাধা

সরস্বতী বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ও শিল্পের দেবী। নিষ্ঠাভরে দেবীর আরাধনা করলে শিক্ষাক্ষেত্রে নাম করার সঙ্গে সঙ্গে জ্ঞান বৃদ্ধি পায়, সৃজনশীল কাজে পটু হওয়া যায় এবং কর্মক্ষেত্রেও সফলতা প্রাপ্তিতে সুবিধা হয়।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১১:৩৩
saraswati

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

২৩ জানুয়ারি ২০২৬, বাগ্‌দেবীর বন্দনা। পাড়া থেকে শুরু করে বাড়ি, নানা শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব প্রভৃতি জায়গায় এই দিন বিদ্যার দেবী সরস্বতীর বন্দনা করা হয়। এই দিন ভোরবেলা ঘুম থেকে ওঠে হলুদ মেখে স্নান করে মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার চল রয়েছে। সরস্বতী বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ও শিল্পের দেবী। নিষ্ঠাভরে দেবীর আরাধনা করলে শিক্ষাক্ষেত্রে নাম করার সঙ্গে সঙ্গে জ্ঞান বৃদ্ধি পায়, সৃজনশীল কাজে পটু হওয়া যায় এবং কর্মক্ষেত্রেও সফলতা প্রাপ্তিতে সুবিধা হয়। তবে তাঁর পুজোর ক্ষেত্রে বিশেষ কিছু ভুল করা থেকে বিরত থাকতে হবে। না হলে ক্ষতি হয়ে যেতে পারে। কোন ভুলগুলি করবেন না দেখে নিন।

Advertisement

সরস্বতীপুজোর দিন কোন কাজগুলি করা মানা?

১. কালো পোশাক পরে সরস্বতীপুজোয় অংশ নেওয়া যাবে না। লাল পোশাকও পরা মানা। দেবী সরস্বতীর প্রিয় রং সাদা এবং হলুদ। এই দুই রঙের শাড়ি-পাঞ্জাবি এই দিন পরা যেতে পারে। তবে কালো বা লাল রং এড়িয়ে চলাই ভাল হবে। নচেৎ নেগেটিভ শক্তি আপনার দিকে আকৃষ্ট হতে পারে।

২. সরস্বতীপুজোর দিন কোনও মতেই বিদ্যার অসম্মান করা যাবে না। সরস্বতীপুজোর দিনটি হল বিদ্যার দিন। সেই দিনে শিক্ষার সরঞ্জাম, বাদ্যযন্ত্র প্রভৃতির অসম্মান করা যাবে না, সেগুলিতে পা লাগানোও যাবে না।

৩. মা সরস্বতী বাক্যের দেবী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, দেবী সরস্বতী আমাদের জিহ্বায় বাস করেন। এই দিন তাই কারও সঙ্গে কোনও প্রকার খারাপ আচরণ করা যাবে না। গালিগালাজ, খারাপ কথা বলা, কারও নিন্দা করা থেকেও বিরত থাকতে হবে।

৪. সরস্বতীপুজোর দিন বেলা পর্যন্ত শুয়ে থাকা যাবে না। এই দিন ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। বেলা পর্যন্ত শুয়ে থাকলে ভাগ্যও শুয়ে পড়বে বলে বিশ্বাস করা হয়।

Advertisement
আরও পড়ুন