Shital Sasthi 2026

সন্তানের মঙ্গলকামনার উদ্দেশ্যে সরস্বতী পুজোর পরের দিন পালিত হয় শীতলষষ্ঠী, ব্রতপালনের সময় কখন শুরু ও শেষ হচ্ছে?

ষষ্ঠীর নাম পরিবর্তনের সঙ্গে আচার এবং পালনের রীতিরও পরিবর্তন হয়। মাঘ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথি পালিত হয় শীতলষষ্ঠী, শীলষষ্ঠী বা গোটাষষ্ঠী নামে।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ০৮:১৬
shital sasthi

—প্রতীকী ছবি।

ভিন্ন মাসের ষষ্ঠী তিথি ভিন্ন নামে পালিত হয়। বিভিন্ন ষষ্ঠী ব্রতের আচার এবং পালনের রীতিও ভিন্ন। ষষ্ঠীর নাম পরিবর্তনের সঙ্গে আচার এবং পালনের রীতিরও পরিবর্তন হয়। মাঘ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথি পালিত হয় শীতলষষ্ঠী, শীলষষ্ঠী বা গোটাষষ্ঠী নামে। আগের দিনের রান্না করা খাবার, অর্থাৎ ঠান্ডা বা শীতল খাবার খাওয়ার রীতি রয়েছে এই ষষ্ঠীতে। তাই এই ষষ্ঠীকে শীতলষষ্ঠী বলে। শীলষষ্ঠী, অর্থাৎ শীলকে ষষ্ঠী দেবী হিসাবে পুজো করা হয়। গোটাষষ্ঠীর অর্থ কলাই ডালের সঙ্গে গোটা সব্জি রান্না করে ষষ্ঠীদেবীকে নিবেদন করা। অবশ্য স্থানভেদে এই রীতিরও পরিবর্তন লক্ষ করা যায়। রীতির বা নামের পরিবর্তন হলেও, ষষ্ঠী তিথি পালনের উদ্দেশ্য হল সন্তানের মঙ্গলকামনা।

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে-

ষষ্ঠী তিথি আরম্ভ–

ইংরেজি– ২৩ জানুয়ারি, শুক্রবার।

বাংলা– ৯ মাঘ, শুক্রবার।

সময়– মধ্যরাত ১টা ৪৮ মিনিট।

ষষ্ঠী তিথি শেষ–

ইংরেজি– ২৪ জানুয়ারি, শনিবার ।

বাংলা– ১০ মাঘ, শনিবার।

সময়– রাত ১২টা ৪০ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে-

ষষ্ঠী তিথি আরম্ভ–

ইংরেজি– ২৩ জানুয়ারি, শুক্রবার।

বাংলা– ৯ মাঘ, শুক্রবার।

সময়– মধ্যরাত ১২টা ২৭ মিনিট ২৯ সেকেন্ড।

ষষ্ঠী তিথি শেষ–

ইংরেজি– ২৪ জানুয়ারি, শনিবার ।

বাংলা– ১০ মাঘ, শনিবার।

সময়– রাত ১০টা ৫৪ মিনিট ১০ সেকেন্ড।

Advertisement
আরও পড়ুন