Viral Video

ভূমিধসের কবলে গাড়ি, পাহাড় থেকে নেমে এল বড় বড় চাঁই! যাত্রীরা প্রাণ বাঁচালেন অলৌকিক ভাবে, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড় থেকে ধস নেমেছে। বড় বড় পাথরের চাঁই গড়িয়ে পাহাড়ের ধারের রাস্তায় নেমে আসছে। আর তার মধ্যেই আটকে পড়েছে একটি গাড়ি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১১:২৮
Passengers saved miraculously after sudden landslide hit car in Himachal Pradesh

ছবি: এক্স থেকে নেওয়া।

পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল গাড়ি। হঠাৎ করে ভূমিধস! পাহাড়ের উপর থেকে নেমে এল পাথরের বড় বড় চাঁই। আছড়ে পড়ল গাড়িটির উপর। কিন্তু অলৌকিক ভাবে প্রাণে বাঁচলেন ওই গাড়ির যাত্রীরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চাঞ্চল্যকর সেই ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশে। ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভূমিপৃষ্ঠ থেকে ১০০০ মিটার উঁচুতে অবস্থিত শিলাই গ্রাম হিমাচল প্রদেশের সিরমাউর জেলার জনপ্রিয় পর্যটনস্থল। খবর, সেখানেই ভূমিধসের কবলে পড়ে গাড়িটি। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড় থেকে ধস নেমেছে। বড় বড় পাথরের চাঁই গড়িয়ে পাহাড়ের ধারের রাস্তায় নেমে আসছে। আর তার মধ্যেই আটকে পড়েছে একটি গাড়ি। জীবন বাঁচাতে গাড়ি থেকে বেরিয়ে প্রাণপণে পিছনের দিকে দৌড়তে থাকেন ওই গাড়়ির যাত্রীরা। অল্পের জন্য রক্ষা পান তাঁরা। কিছু ক্ষণ পরে তাঁরা গাড়ির দিকে এগিয়ে গেলে আবার ধস নামে। আবার দৌড়ে পালান তাঁরা। আবার অল্পের জন্য রক্ষা পান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সচিন গুপ্ত’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের একাংশ যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমন উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। পাহাড়ি এলাকায় অতিরিক্ত মাত্রায় পর্যটন এবং নির্মাণকাজের সমালোচনা করেও সরব হয়েছেন কেউ কেউ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘পাহাড়ি এলাকায় পর্যটক যাওয়ার সীমা বেঁধে দেওয়া উচিত। অনুমতি থাকলে তবেই যেতে পারবে, এমন নিয়ম চালু করা উচিত।’’

Advertisement
আরও পড়ুন