Viral Video

ধীরে ধীরে জনবসতির দিকে এগোচ্ছে দৈত্যাকার অ্যানাকোন্ডা! মেরুদণ্ড দিয়ে ঠান্ডা রক্ত বইয়ে দেওয়া ভিডিয়ো ভাইরাল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জল থেকে উঠে এসে জনবসতির কাছে ঘুরে বেড়াচ্ছে এক বিশালাকার অ্যানাকোন্ডা! কালচে সবুজ রঙের ভয়ঙ্কর সাপটির সারা গায়ে কালো ছোপ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১১:২৯
Video shows huge anaconda crawling near populated area

ছবি: এক্স থেকে নেওয়া।

সাপ দেখলে ভয় পান না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আর সাপের বহর যদি হয় বিশাল, তা হলে তো কথাই নেই। কিন্তু যদি দেখেন, চোখের সামনে দিয়ে সর সর করে চলে যাচ্ছে পেল্লায় সাপ! তখন? মেরুদণ্ড দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বইয়ে দেওয়া তেমনই এক দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জল থেকে উঠে এসে জনবসতির কাছে ঘুরে বেড়াচ্ছে এক বিশালাকার অ্যানাকোন্ডা! কালচে সবুজ রঙের ভয়ঙ্কর সাপটির সারা গায়ে কালো ছোপ। গাছের কাণ্ডের মতো মোটা সাপটি পেটের উপর ভর দিয়ে সর সর করে এগিয়ে যাচ্ছে জনবসতির দিকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের এক্স হ্যান্ডল থেকে। ওই পোস্টে দাবি, ভিডিয়োটি ব্রাজ়িলের। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। প্রায় পাঁচ লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। দৈত্যাকার সাপটিকে দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘আমি সাপে ভয় পাই না, তবে এই বিশাল অ্যানাকোন্ডাটিকে দেখে ভয় পেলাম।’’

Advertisement
আরও পড়ুন