Viral Video

ঘোড়াকে দেখে তেড়ে গেল পিটবুল! দাদাগিরি দেখাতে গিয়ে পেল উচিত শিক্ষা, ভাইরাল মজার ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির বাইরের রাস্তা দিয়ে আপন মনে হেঁটে যাচ্ছে দু’টি ঘোড়া। এমন সময় হঠাৎ সেই বাড়ির বাইরে থেকে বেরিয়ে আসে পোষ্য পিটবুল। পিছনের ঘোড়াটিকে তা়ড়া করে সে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৫:২৬
Video of pitbull and a horse goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

একটি বাড়ির পাশ দিয়ে হেঁটে আসছিল দু’টি ঘোড়া। তাদের দেখে রাস্তায় বেরিয়ে এল ওই বাড়ির পোষা পিটবুল। তেড়ে গেল পিছনের ঘোড়াটির দিকে। তাকে দেখে ঘোড়াটিও দৌড় দিল। তবে ভয়ঙ্কর পিটবুলের ‘দাদাগিরি’ বেশি ক্ষণ সহ্য করল না ঘোড়াটি। ঘুরে দাঁড়িয়ে উচিত শিক্ষা দিল কুকুরটিকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির বাইরের রাস্তা দিয়ে আপন মনে হেঁটে যাচ্ছে দু’টি ঘোড়া। এমন সময় হঠাৎ সেই বাড়ি থেকে বেরিয়ে আসে পোষ্য পিটবুল। পিছনের ঘোড়াটিকে তাড়া করে সে। ভয়ঙ্কর কুকুরটিকে দেখে দৌড় দেয় ঘোড়াটি। একটি গাড়ির উপর দিয়ে লাফিয়ে বেরিয়ে যায় সে। পিছনে তাড়া করতেই থাকে পিটবুলটি। কিছু ক্ষণ পর ঘোড়াটি রুখে দাঁড়ায়। সামনের দু’পা তুলে লাথি মারে কুকুরটিকে। ছিটকে বেশ খানিকটি দূরে গিয়ে পড়ে সে। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকদের অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘দাদাগিরি দেখাতে গিয়ে পাল্টা মার খেয়ে গেল পিটবুল।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘উচিত শিক্ষা পেয়েছে পিটবুল।’’

Advertisement
আরও পড়ুন