Viral Video

অফিসের ডেস্কের তলায় হিস হিস শব্দ, উঁকি মারতেই পিলে চমকে গেল যুবকের! দেখলেন আট ফুটের ‘মৃত্যুদূত’

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, যুবকের অফিস ডেস্কের মধ্যে গুটিয়ে বসে রয়েছে একটি বিশালাকার সাপ। হলুদ সাপটির সারা গায়ে কালো ছোপ। নাগাড়ে হিস হিস করে আওয়াজ করছে সে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৩:৫৩
Video of snake found inside office desk of America man

ছবি: ইনস্টাগ্রাম।

অফিসের ডেস্কের তলায় হিস হিস শব্দ। উঁকি মারতেই পিলে চমকাল যুবকের! দেখলেন অফিসের বসার টেবিলের নীচে কুণ্ডলি পাকিয়ে বসে রয়েছে আট ফুটের বিশাল সাপ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আমেরিকার কলোরাডোয় ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, যুবকের অফিস ডেস্কের নীচে গুটিয়ে বসে রয়েছে একটি বিশালাকার সাপ। হলুদ সাপটির সারা গায়ে কালো ছোপ। নাগাড়ে হিস হিস করে আওয়াজ করছে সে। এর পর সাপটি সেখান থেকে বেরিয়ে আসে। কাচের দেওয়াল বরাবর গিয়ে অফিস থেকে বেরিয়ে যায় সাপটি। হাঁফ ছেড়ে বাঁচেন যুবক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মিরাকল ম্যান ক্যাশ’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লক্ষাধিক বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। তবে বিষয়টি নিয়ে মজা করতেও ছাড়েননি নেটাগরিকদের একাংশ। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভয়ঙ্কর। এর পর থেকে অফিসের ডেস্কের তলায় পা রাখতে ভয় লাগবে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আমেরিকায় সাপেরাও অফিস যায়! ওই জন্যই বোধ হয় এত উন্নত দেশ।’’ অন্য দিকে নেটাগরিকদের একাংশ জানিয়েছেন, ভিডিয়োয় যে সাপটিকে দেখা যাচ্ছে, সেটির নাম বুল স্নেক। কলোরাডোয় বিপুল পরিমাণে দেখা যায় নির্বিষ এই সাপটিকে।

Advertisement
আরও পড়ুন