Viral Video

বরের হাত থেকে রসগোল্লা খেতে অরাজি কনে, মেজাজ হারিয়ে এ কী করলেন পাত্র! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন পাত্র এবং পাত্রী। মালাবদল অনুষ্ঠান ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এ বার মিষ্টি খাওয়ানোর পালা। সেইমতো একটি রসগোল্লা হাতে নববধূর দিকে এগিয়ে যান বর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ০৯:২১
Video shows groom got angry after bride refuses to eat sweet

ছবি: এক্স থেকে নেওয়া।

বিয়ের অনুষ্ঠানে অনেক সময় অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। ছবি তোলার সময় নববর-বধূকে অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে দেখা যায়। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মিষ্টি খাওয়ানো নিয়ে ঝামেলা বেধেছে পাত্র এবং পাত্রীর। রেগে সেই মিষ্টি মাটিতেই ছুড়ে দিলেন বর। রাগী পাত্রকে শান্ত করতে দৌ়ড়ে এল আত্মীয়স্বজন। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন পাত্র এবং পাত্রী। মালাবদল অনুষ্ঠান ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এ বার মিষ্টি খাওয়ানোর পালা। সেইমতো একটি রসগোল্লা হাতে নববধূর দিকে এগিয়ে যান বর। কিন্তু পাত্রী মুখ বাঁকিয়ে অন্য দিকে তাকিয়ে থাকেন। মিষ্টি খেতেও রাজি হননি তিনি। এর পরেই রেগে অগ্নিশর্মা হয়ে যান পাত্র। হাতের মিষ্টি ছুড়ে দেন মাটিতে। মেজাজ হারিয়ে মালাও খুলে ফেলেন এক টানে। সবাই তাঁকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাঁর কয়েক জন বন্ধু হাসতে শুরু করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। চার লক্ষের বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ। পাত্রীর অমতে বিয়ের ব্যবস্থা করা হয়েছিল কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন