Viral Video

প্রবল ঝড়ে উড়ল বাড়ির ছাদ, রক্ষা করতে গিয়ে উড়ে গেল দুই বালকও! ভাইরাল ভয়াবহ ভিডিয়ো

ঘটনাটি সাগর জেলার গোরা খুর্দ গ্রামের। বুধবার মধ্যপ্রদেশ জুড়ে প্রবল ঝড়বৃষ্টির সময় দমকা হাওয়ায় খুর্দ গ্রামের বাসিন্দা অমল নাগবংশীর কাঁচা বাড়ির ছাদ উড়ে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১১:২৫
Video shows two blown away along with roof by storm in Madhya Pradesh’s sagar

ছবি: এক্স থেকে নেওয়া।

প্রবল ঝড়বৃষ্টিতে উড়ে গেল কাঁচা বাড়ির ছাদ। ছাদের সঙ্গে উড়ে গেল বাড়ির দুই বালকও! বুধবার ভয়াবহ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি সাগর জেলার গোরা খুর্দ গ্রামের। বুধবার মধ্যপ্রদেশ জুড়ে প্রবল ঝড়বৃষ্টির সময় দমকা হাওয়ায় খুর্দ গ্রামের বাসিন্দা অমল নাগবংশীর কাঁচা বাড়ির ছাদ উড়ে যায়। বাড়ি রক্ষা করতে মরিয়া হয়ে তখন ছাদের বাঁশ ধরে ঝুলছিল অমলের দুই সন্তান— জ্বলা এবং সুনীল। ঝোড়ো হাওয়ার ঝাপটায় তারাও ওই টিনের ছাদের সঙ্গে উড়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ছাদ-সহ উড়ে গিয়ে দুই বালক কিছুটা দূরে ছিটকে পড়ে। আহত হয় দু’জনেই। দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় তাদের। চিকিৎসকেরা জানিয়েছেন, দু’জনেই এখন বিপন্মুক্ত এবং চিকিৎসাধীন রয়েছে।

ভয়াবহ ঘটনার ভিডিয়োটি সমাজমাধ্যম এক্স-এর একাধিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়ো দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকেরা। দুই বালকের সুস্থতা কামনাও করেছেন তাঁরা।

গত কয়েক দিনে মধ্যপ্রদেশের ২০টিরও বেশি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। প্রচুর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাহত হয়েছে দৈনন্দিন জীবনযাত্রা। সে রাজ্যের আবহাওয়া দফতর ঝড়বৃষ্টির সময় সাধারণ মানুষকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে।

Advertisement
আরও পড়ুন