Viral Video

বিয়ের পর কাঁদতে কাঁদতে বাড়ি ছাড়ছিলেন তরুণী, আটকানোর মরিয়া চেষ্টা প্রিয় ‘মানুষের’! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের পর স্বামীর সঙ্গে বাপের বাড়ি ছাড়ছিলেন এক তরুণী। সেই দুঃখে মাকে জড়িয়ে কাঁদছিলেন। পুরো বিষয়টি একটু দূর থেকে দাঁড়িয়ে দেখছিল বাড়ির পোষ্য কুকুর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১০:০২
Video shows pet dog trying to stop bride while leaving house

ছবি: এক্স থেকে নেওয়া।

বিয়ের পর বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তরুণী। বিদায়বেলায় উঠেছিল কান্নার সুর। তরুণী যেমন কাঁদছিলেন, তেমনই কাঁদছিলেন তাঁর মা এবং অন্য আত্মীয়েরা। কিন্তু বাড়ির মেয়েকে যেতে দেখে পোষ্য কুকুর যা করল তা হতবাক করে দিল সকলকে। তরুণীর পায়ের কাছ এসে তাকে আটকে দেওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছিল সে। যেন বলতে চাইছে, ‘যেতে নাহি দিব’। সে রকমই একটি মনখারাপ করা ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের পর স্বামীর সঙ্গে বাপের বাড়ি ছাড়ছিলেন এক তরুণী। সেই দুঃখে মাকে জড়িয়ে কাঁদছিলেন। পুরো বিষয়টি একটু দূর থেকে দাঁড়িয়ে দেখছিল বাড়ির পোষ্য কুকুর। হঠাৎ করেই তরুণীর পায়ের কাছে চলে আসে সে। মরিয়া হয়ে আটকানোর চেষ্টা করে তরুণীকে। তাকে সরিয়ে দেওয়া হলে বার বার তরুণীর পথ আটকায় সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রাজেশ মিশ্র’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। ভিডিয়োটি দেখে দুঃখপ্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকে স্মৃতিচারণা করেছেন নিজেদের পোষ্যকে নিয়ে। এক জন লিখেছেন, ‘‘এই জন্যই কুকুরকে প্রভুভক্ত বলা হয়। ভিডিয়ো দেখে মনখারাপ হয়ে গেল।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘মানুষ এবং কুকুরের অটুট বন্ধন। নিশ্চয়ই কুকুরটি ওই তরুণীর খুব প্রিয়।’’

Advertisement
আরও পড়ুন