Bizarre Office Policy

সহকর্মীর প্রেমের ব্যবস্থা করলেই মিলবে মোটা টাকা! কর্মীদের জন্য ‘কল্যাণ প্রকল্প’ চালু করে হইচই ফেলল প্রযুক্তি সংস্থা

কর্মীদের ‘কল্যাণার্থে’ নীতিটি চালু করেছে ‘ক্লুলি’ নামে আমেরিকার একটি স্টার্টআপ প্রযুক্তি সংস্থা। জানানো হয়েছে, সহকর্মীকে ডেটের ব্যবস্থা করে দিতে পারলেই সংস্থার তরফে পুরস্কারস্বরূপ ৫০০ ডলার পেতে পারেন কোনও কর্মী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ০৭:৫৭
Tech startup from America offers to pay money to Employees who set date for coworkers

—প্রতীকী ছবি।

সহকর্মীকে ডেটের ব্যবস্থা করে দিতে পারলেই মোটা টাকা উপহার দেবেন সংস্থার সিইও! তেমনটাই নিয়ম চালু করল ‘ক্লুলি’ নামে আমেরিকার একটি স্টার্টআপ প্রযুক্তি সংস্থা। অবিশ্বাস্য মনে হলেও এ ঘটনা সত্যি। কর্মীদের ‘কল্যাণার্থে’ সেই নীতি চালু করেছেন সংস্থার সিইও রয় লি। লি জানিয়েছেন, সহকর্মীকে ডেটের ব্যবস্থা করে দিতে পারলেই সংস্থার তরফে পুরস্কারস্বরূপ ৫০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪ হাজার টাকা) পেতে পারেন কোনও কর্মী। এমনকি হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ হাজার টাকা)-ও মিলতে পারে। চাইলে কেউ নিজেও সহকর্মীর সঙ্গে ডেটে যেতে পারেন। লি-এর সংস্থার এই অদ্ভুত নীতি ইতিমধ্যেই নেটাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে। সংবাদমাধ্যমের শিরোনামেও উঠে এসেছে সেই খবর।

Advertisement

কিন্তু স্টার্টআপ প্রযুক্তি সংস্থার সেই কর্মী ‘কল্যাণ নীতি’ কী ভাবে কাজ করবে? সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নীতিটি খুবই সহজ। যদি সংস্থার কোনও কর্মী তাঁর অন্য কোনও সহকর্মীর জন্য সফল ডেটের বন্দোবস্ত করতে পারেন, তা হলেই পাওয়া যাবে ৫০০ ডলারের বোনাস। একই সঙ্গে দু’জন সহকর্মীর ডেটের ব্যবস্থা করলে ১০০০ ডলার বোনাস দেওয়া হবে। জানানো হয়েছে, যত ক্ষণ না সকল কর্মীরা সুখী দাম্পত্য জীবনে প্রবেশ করছেন, তত দিন এই প্রচেষ্টা চালাবে সংস্থাটি। এক্স হ্যান্ডলেও বিষয়টি জানিয়ে একটি পোস্ট করেছেন সংস্থার সিইও লি। পোস্টের ক্যাপশনে লেখা, ‘‘আমাদের সংস্থা কর্মীদের মন ভাল রাখতে নয়া নীতি চালু করেছে। সহকর্মীর ডেটের ব্যবস্থা করে এক জন ৫০০ ডলার নগদ বোনাস পেতে পারেন। যে কোনও কর্মীই এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন।’’ এক্স হ্যান্ডলে লি-এর পোস্টটি ইতিমধ্যেই হইচই ফেলেছে। প্রায় দু’লক্ষ বার দেখা হয়েছে সেই পোস্ট। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

উল্লেখ্য, কর্মীদের চাপ কমাতে অন্য এক অদ্ভুত নীতি চালু করে সম্প্রতি হইচই ফেলেছে সুইডেনের এক সংস্থাও। সুইডিশ সংস্থাটি জানিয়েছে, কাজের চাপ এবং উত্তেজনা দূর করতে প্রতি দিন কর্মীদের হস্তমৈথুনের জন্য ৩০ মিনিট বিরতি দেবে তারা। এই মর্মে একটি নীতিও তৈরি করেছে ‘এরিকা লাস্ট ফিল্মস’ নামের সংস্থাটি।

Advertisement
আরও পড়ুন