Operation Sindoor

‘তোমাদের খুঁজে ঠিক বার করব!’ অপারেশন সিঁদুরের আগে প্রকাশ্যে ভারতীয় সেনার ‘রেডি টু স্ট্রাইক’ ভিডিয়ো

হামলার ঠিক আগে পোস্ট করা ভিডিয়োয় ভারতীয় সৈন্যদের যুদ্ধের মহড়ার দৃশ্য দেখা গিয়েছে। সেনাবাহিনীর অস্ত্রসজ্জা ও ট্যাঙ্ক থেকে গোলা আছড়ে পড়ার ভিডিয়ো রয়েছে তাতে। রয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দৃশ্যও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ০৯:৫১
Indian Army posted a video

ছবি: সংগৃহীত।

অপারেশন সিঁদুরের কিছু ক্ষণ আগের ভিডিয়ো প্রকাশ করে ভারতীয় সেনা। সেই ভিডিয়োয় জানানো হয় যে তারা যে কোনও অবস্থার জন্য প্রস্তুত। পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ শুরু করার কয়েক মিনিট আগে ভারতীয় সেনাবাহিনী তাদের অস্ত্রভান্ডার, গোলাবারুদ এবং ট্যাঙ্কের একটি ভিডিয়ো পোস্ট করে এক্স হ্যান্ডলে। পোস্টের ক্যাপশনে সেনাবাহিনী লিখেছে, ‘‘আক্রমণের জন্য প্রস্তুত, জয়ের জন্য প্রশিক্ষিত।’’ ভিডিয়োটি রাত ১টা ২৮ মিনিটে পোস্ট করা হয়েছে। প্রায় একই সময়ে ঘটেছে অপারেশন সিঁদুর। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি।

Advertisement

হামলার ঠিক আগে পোস্ট করা ভিডিয়োয় ভারতীয় সৈন্যদের যুদ্ধের মহড়ার দৃশ্য দেখা গিয়েছে। সেনাবাহিনীর অস্ত্রসজ্জা ও ট্যাঙ্ক থেকে গোলা আছড়ে পড়ার ভিডিয়ো রয়েছে তাতে। রয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দৃশ্যও। ভিডিয়োর পটভূমিতে একটি কণ্ঠস্বরকে বলতে শোনা গিয়েছে, ‘‘ধুলো ও ঝড়ের আড়ালে খুঁজে বার করা হবে তোমাদের। ভাইবোনেদের বেদনার যে বোঝা চেপে রয়েছে, তা দিয়ে খুঁজে বার করব তোমাদের। যেখানেই লুকিয়ে থাকো, খুঁজে বার করে প্রত্যাঘাত করা হবে।’’ এর কিছু ক্ষণ পরই ভারতের পক্ষ থেকে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিকে নিশানা করা হয়েছিল। বহু ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভারত এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানের অন্যতম নিশানা ছিল বহওয়ালপুর শহর।

প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে, “আমাদের পদক্ষেপ সুনির্দিষ্ট, পরিমিত এবং অপ্ররোচনামূলক। পাকিস্তানি সেনাবাহিনীর কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে।”

Advertisement
আরও পড়ুন