Operation Sindoor

মধ্যরাতে বদলা! পাক জঙ্গিঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রের আঘাত, কানফাটানো শব্দ, ভিডিয়ো প্রকাশ্যে

রাতের আকাশ চিরে উড়ে যাচ্ছে আলোকবিন্দু। সঙ্গে কানফাটানো বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। পুঞ্চ, জম্মু ও কাশ্মীর নিয়ন্ত্রণরেখা (এলওসি) থেকে ভারতীয় সশস্ত্র বাহিনীর ‘অপারেশন সিঁদুর’ শুরু করার দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ০৭:৩২
ndian Armed Forces launched Operation Sindoor

ছবি: এক্স থেকে নেওয়া।

মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত হানল ভারত। পহেলগাঁওয়ে জঙ্গিহানার জবাবে জঙ্গিঘাঁটি লক্ষ্য করে প্রবল আক্রমণ হানল ভারতীয় সেনা। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরে এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারত আঘাত হেনেছে ভারত। লশকর-ই-ত্যায়বা এবং জইশ-ই-মহম্মদের সন্ত্রাসী ঘাঁটি বলে পরিচিত এলাকাগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। সেই হামলারই একটি ভিডিয়ো সংবাদ সংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে। কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজুর এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে সেনা হামলার মুহূর্তের একটি ভিডিয়ো।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে রাতের আকাশ চিরে উড়ে যাচ্ছে আলোকবিন্দু। সঙ্গে কানফাটানো বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। পুঞ্চ, জম্মু ও কাশ্মীর নিয়ন্ত্রণরেখা (এলওসি) থেকে ভারতীয় সশস্ত্র বাহিনীর ‘অপারেশন সিঁদুর’ শুরু করার দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে। যেখানে পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী ঘাঁটিগুলিতে আঘাত করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

রাত ১টা পর এই হামলার কথা ভারতীয় সেনার তরফ থেকে এক্স হ‍্যান্ডলে ঘোষণা করা হয়েছে। মধ‍্যরাতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের প্রকাশ করা সংক্ষিপ্ত বিবৃতিতে কোনও শহরের নাম উল্লেখ করা হয়নি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, পাকিস্তানের ন’টি জায়গায় আঘাত আনা হয়েছে।

Advertisement
আরও পড়ুন