viral video

ঝড়ের গতিতে আসা বন্দে ভারতের পাশে দাঁড়িয়ে রিল দম্পতির! ভিডিয়ো দেখে নেটপাড়া বলল, ‘এটাই শেষ নাচ’

ব্রিজে দাঁড়িয়ে পাশ দিয়ে ছুটে চলা ট্রেনকে সম্পূর্ণ উপেক্ষা করে ভোজপুরি গানের তালে নেচে চলেছেন ওই দম্পতি। ঠিক সেই সময় পিছনে একটি বন্দে ভারত ট্রেনকে এগিয়ে আসতে দেখা গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৩:৪২
the couple risking their lives just to shoot a reel

ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে খ্যাতির আকাঙ্ক্ষা প্রাণের চেয়ে বেশি দামি। রেললাইনের ধারে বিপজ্জনক রিল তৈরির প্রবণতা অন্তত তাই প্রমাণ করে। এই ধরনের ঝুঁকির ভিডিয়ো তৈরি করতে গিয়ে প্রাণ খুইয়েছেন অনেকে। তাতেও থামছে না রিল তৈরি করার এই বিপজ্জনক প্রবণতা। তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। যেখানে এক দম্পতি রেলব্রিজের সঙ্কীর্ণ অংশে দাঁড়িয়ে ভিডিয়ো করছেন। পাশ দিয়ে প্রবল গতিতে চলে যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ব্রিজে দাঁড়িয়ে পাশ দিয়ে ছুটে চলা ট্রেনকে সম্পূর্ণ উপেক্ষা করে ভোজপুরি গানের তালে নেচে চলেছেন ওই দম্পতি। ঠিক সেই সময় পিছনে একটি বন্দে ভারত ট্রেনকে এগিয়ে আসতে দেখা গিয়েছে। ট্রেনটি তাঁদের পাশ দিয়ে চলে যাওয়ার সময়ে ব্রিজটি কাঁপতে থাকে। কিছুটা বেসামাল হয়ে যান সবুজ চুড়িদার পরা তরুণী। ভিডিয়োটি কোথায় ও কবে ক্যামেরাবন্দি করা হয়েছে সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি ভিডিয়োয়।

‘জেমসঅফবাবুস’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, কয়েক সেকেন্ডের খ্যাতির জন্য মানুষ এখন তাঁদের জীবনের ঝুঁকি নিতেও রাজি। রেলের সেতুগুলিতে নাচছে, যেখানে ট্রেনগুলি তাঁদের পিছনে দ্রুত গতিতে আসছে। এক বার পা পিছলে গেলে বা বাতাসের এক ঝটকায় সব শেষ হয়ে যেতে পারে। ভিডিয়োটি ইতিমধ্যেই ৭২ লক্ষ বার দেখা হয়েছে। সাড়ে চার হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োয় লাইক দিয়েছেন। সমালোচনামূলক মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্য বি‌ভাগটি। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘একটা ভুল পদক্ষেপ, খ্যাতির মোহ ট্র্যাজেডিতে পরিণত হবে।’’ এক জন নেটমাধ্যম ব্যবহারকারী দাবি তুলেছেন, ‘‘যদি কেউ রেললাইন বা বিপজ্জনক স্থানে রিল তৈরি করে, তা হলে সরকারের উচিত কমপক্ষে ৫ লক্ষ টাকা বা তার বেশি জরিমানা করা।’’

Advertisement
আরও পড়ুন