viral video

পাহাড়ে চিতাবাঘের মুখোমুখি জার্মান শেফার্ড! বীরবিক্রমে শ্বাপদের দিকে তেড়ে গেল সারমেয়, কী ঘটল তার পর?

পাহাড়ের ঢালু অসমতল জায়গায় সম্মুখসমরে উপস্থিত হয়েছে চিতাবাঘ ও সারমেয়। ভিডিয়োর শুরুতে এক রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়েছে। চিতাবাঘটিকে দেখে কুকুরটি প্রবল জোরে ডাকতে শুরু করে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৩:৪৯
German shepherd dog attacked a leopard

ছবি: সংগৃহীত।

সবচেয়ে দ্রুতগামী শিকারি বলে পরিচিতি রয়েছে এই শ্বাপদটির। অতর্কিতে হামলা করে চোখের পলকে শিকারকে কব্জা করা ক্ষমতা রয়েছে চিতাবাঘের। সেই হিংস্র প্রাণী সিঁটিয়ে গেল এক কুকুরকে দেখেই। আক্রমণ করা তো দূরে থাক, যেন লেজ গুটিয়ে পালাতে পারলেই বাঁচে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যেখানে দেখা গিয়েছে একটি জার্মান শেফার্ডের মুখোমুখি হয়েছে একটি হিংস্র চিতাবাঘ। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড়ের ঢালু অসমতল জায়গায় সম্মুখসমরে উপস্থিত হয়েছে চিতাবাঘ ও সারমেয়। ভিডিয়োর শুরুতে এক রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়েছে। পাহাড়ি এলাকায় চিতাবাঘটিকে দেখে কুকুরটি প্রবল জোরে ডাকতে শুরু করে। প্রাথমিক ভাবে মনে হয় চিতাবাঘটি যে কোনও মুহূর্তে জার্মান শেফার্ডকে আক্রমণ করতে পারে। কিন্তু ভিডিয়োটি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দৃশ্যপট পাল্টে যেতে শুরু করে। চিতাবাঘের শক্তির তোয়াক্কা না করেই জার্মান শেফার্ডটি বার বার শত্রুর দিকে তেড়ে যায়। ভিডিয়োটির শেষে দেখা গিয়েছে চিতাবাঘটি পালানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। প্রায় ৩৬ সেকেন্ডের এই ফুটেজে চিতাবাঘটিকে জার্মান শেফার্ডের সামনে স্বভাববিরুদ্ধ আচরণ করতে দেখে অবাক হয়েছেন নেটাগরিকেরাও।

ভিডিয়োটি উত্তরাখণ্ডের বলে জানা গিয়েছে। ‘কেলি_উত্তরাখণ্ড’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি ১০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। প্রচুর লাইক কমেন্ট জমা পড়েছে তাতে। চিতাবাঘের অদ্ভুত আচরণ নিয়ে নানা মন্তব্য করেছেন নেটাগরিকেরা। এক জন লিখেছেন, ‘‘আজ চিতাবাঘটির লড়াই করার ইচ্ছা ছিল না।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘জার্মান শেফার্ডদের মধ্যে বিশেষ একটা ব্যাপার আছে।’’

Advertisement
আরও পড়ুন