bizarre

এক ঘণ্টার বিয়ে! আংটিবদল সেরেই শ্যালিকার সঙ্গে পালালেন বর, কয়েক মাস পর প্রকাশ্যে এল অস্বস্তিকর সত্য

কাইলি নোভার নামের ওই তরুণীর সঙ্গে ছ’বছর ধরে সম্পর্ক ছিল তাঁর স্বামীর। বাইরে থেকে সব কিছু নিখুঁত ছিল তাঁদের। বিয়ের দিনও যথেষ্ট হাসিখুশি ছিলেন কাইলির স্বামী। প্রচুর ছবিও তোলেন তাঁরা দু’জনে। বিয়ের আচার সম্পন্ন হওয়ার পর হঠাৎই নিখোঁজ হয়ে যান তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ০৭:৫১
woman found out that her husband had been cheating

—প্রতীকী ছবি।

বিয়ের আয়ু মাত্র এক ঘণ্টা। বিয়ে সেরে সেই যে গা ঢাকা দিলেন, বর বাবাজি আর ফিরেও এলেন না। সদ্যবিবাহিত বধূকে ফেলে যেন হাওয়ায় মিলিয়ে গেলেন বর। কোনও নাটক বা সিনেমার গল্প নয়, বাস্তবেই ঘটেছে এমন একটি ঘটনা। দীর্ঘ দিন ধরে সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাত্র ও পাত্রী। সেই বিয়ের পরিণতি যে এমন হবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি অষ্ট্রেলীয় তরুণী। মেলবোর্নের একটি রেডিয়ো শোয়ে এসে তিনি তাঁর বিয়ে নামক দুঃস্বপ্নটির অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। বিয়ের ঠিক পরই তাঁর সঙ্গে যা ঘটেছিল তা নিয়ে আক্ষেপের শেষ ছিল না তরুণী। সবচেয়ে বড় ধাক্কাটা তখন লাগে যখন তিনি স্বামীর বিশ্বাসঘাতকতার কথা জানতে পারেন।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কাইলি নোভার নামের ওই তরুণীর সঙ্গে ছ’বছর ধরে সম্পর্ক ছিল তাঁর স্বামীর। বাইরে থেকে সব কিছু নিখুঁত ছিল তাঁদের। বিয়ের দিনও যথেষ্ট হাসিখুশি ছিলেন কাইলির স্বামী। প্রচুর ছবিও তোলেন তাঁরা দু’জনে। বিয়ের আচার সম্পন্ন হওয়ার পর হঠাৎই নিখোঁজ হয়ে যান তিনি। বিয়ের দিন স্বামীকে খুঁজে না পেয়েও সকলের সামনে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেন তিনি। কিন্তু ভিতরে ভিতরে তিনি ভেঙে পড়েছিলেন। অনেক চেষ্টা করেও তাঁর সন্ধান পাননি কাইলি। কয়েক মাস পর তাঁর কাছে প্রকাশ্যে আসে ভয়ানক সত্যি। কাইলি জানতে পারেন তাঁর এক তুতো বোনের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তাঁর ‘এক ঘণ্টার স্বামী’। আর তার জেরেই মণ্ডপ ছেড়ে পলায়ন।

Advertisement
আরও পড়ুন