ছবি: সংগৃহীত।
দুটো পাড়া পরে বাড়ি। রাস্তাঘাটে কয়েক বার দেখা হলেও দুই পরিবারের মধ্যে তেমন সখ্য নেই। কিন্তু আড়ালে-আবডালে মন দেওয়া-নেওয়া চলছিল দুই বাড়ির ছেলেমেয়েদের। কিন্তু তাঁরা যে সকলেই যমজ। এক বাড়ির যমজ কন্যার প্রেমে পড়লেন অন্য বাড়ির যমজ পুত্র। বিয়ের দিন দুই পরিবারের ‘গোপন তথ্য’ও জানতে পারলেন তাঁরা।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি চলতি মাসে মধ্য চিনের আনহুই প্রদেশের ফুয়াং এলাকায় ঘটেছে। শ্যান পরিবারের যমজ কন্যার সঙ্গে ২০২২ সালে আলাপ হয়েছিল সং পরিবারের যমজ পুত্রের। ২০ বছর ধরে তাঁরা একই এলাকার বাসিন্দা। রাস্তাঘাটে দেখা হলেও দুই পরিবারের মধ্যে কখনওই তেমন মেলামেশা ছিল না। কিন্তু সখ্যের হাত বাড়িয়েছিলেন দুই বাড়ির ছেলেমেয়েরাই।
যমজ বোনের প্রেমে পড়ে যান যমজ পুত্র। বেশ কয়েক বছরের প্রেম তাঁদের। চলতি মাসে বিয়ে করেন দুই যুগল। শ্বশুরবাড়ির লোকেরা নাকি মাঝেমধ্যেই যমজ পুত্রবধূ এবং যমজ জামাইকে চিনতে পারেন না। কিন্তু তাঁরা চার জন পরস্পরকে খুব ভাল করে চেনেন। তবে, বিয়ের দিন নিমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করতে গিয়ে চমকে যান তাঁরা।
দুই পরিবারের তরফেই যমজ ভাই রয়েছে। সেই যমজ ভাই আবার পাত্র-পাত্রীদের কাকা। জানতে পেরে মজার ছলেই নবদম্পতিদের সঙ্গে ছবি তোলেন বরপক্ষ এবং কনেপক্ষের যমজ ভাইয়েরা। আট জনের ছবি দেখে সত্যিই তাঁদের চেনা দায়। বিয়ের পর অবশ্য এক বাড়িতে থাকছেন না দুই দম্পতি। জোড়ায় জোড়ায় আলাদা জায়গায় সংসার পেতেছেন তাঁরা।