Viral Video

‘প্রভুর টানে’ আগমন বাহনের, দুই ষাঁড়ের গুঁতোয় ভঙ্গ হল শিব-পার্বতীর যাত্রাপালা! ভাইরাল দমফাটা হাসির ভিডিয়ো

মহাদেবের টানে দু’টি ষাঁড় ছুটে এসেছে সেই যাত্রাপালার মঞ্চে। কিন্তু তাদের আচরণে লেশমাত্র ‘ভক্তিভাব’ নেই। উপরন্তু মঞ্চে ঢুকে পড়ে, সাজানো মঞ্চকে তছনছ করে ছাড়ল ষাঁড় দু’টি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মে ২০২৫ ১৬:২২
Two bulls trespass into a street play and causes mishap, video goes viral

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

রাস্তার মাঝে লাল-সবুজ রঙের শতরঞ্চি পেতে বানানো হয়েছে মঞ্চ। তার উপর চলছে জোরদার যাত্রাপালা। মঞ্চে নাচছেন স্বয়ং শিব-পার্বতী। আশপাশে বসে রয়েছেন অসংখ্য দর্শক। সকলে মন দিয়ে দেখে চলেছেন শিব-পার্বতীর যাত্রাপালা। সময় এল তাঁদের মালাবদলের। শিব ও পার্বতীর সাজে থাকা তরুণ-তরুণী একে অপরের গলায় গাঁদা ফুলের মালা পরিয়ে হাত মেলে দাঁড়ালেন। কিন্তু সেই সুন্দর মুহূর্ত বেশি ক্ষণ স্থায়ী হল না। দু’জনে হঠাৎই ভয় পেয়ে মঞ্চ থেকে হন্তদন্ত হয়ে সরে গেলেন। কেননা মঞ্চে প্রবেশ করেছে ‘শিবের বাহন’। মহাদেবের টানে দু’টি ষাঁড় ছুটে এসেছে সেই যাত্রাপালার মঞ্চে। কিন্তু তাদের আচরণে লেশমাত্র ‘ভক্তিভাব’ নেই। উপরন্তু মঞ্চে ঢুকে পড়ে, সাজানো মঞ্চকে তছনছ করে ছাড়ল ষাঁড় দু’টি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার মাঝে অনুষ্ঠিত হচ্ছে শিব-পার্বতীর যাত্রাপালা। দর্শকের আসনে রয়েছেন অগণিত লোক। তাঁরা সকলে মঞ্চ ঘিরে বসে রয়েছেন। তাঁদের মাঝে শিব-পার্বতীর বেশে নেচে চলেছেন এক জন তরুণ ও তরুণী। দর্শকেরা সকলে করতালি সহযোগে ভক্তি ভরে সেই নাচ উপভোগ করছেন। কেউ কেউ আবার চোখ বন্ধ করে একনাগাড়ে মাথা দুলিয়ে চলেছেন। জনা কয়েক তরুণ হাতে গাঁদা ফুলের মালা, ত্রিশূল প্রভৃতি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। দরকারে একটু এগিয়ে এসে নেচে চলা তরুণ-তরুণীর হাতে সেগুলো দিয়ে দিচ্ছেন। সময় এল শিব-পার্বতীর মালাবদলের। মালাবদল শেষ হলে দু’জনে হাত মেলে দাঁড়ালেন, তবে বেশি ক্ষণ আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। দু’জনেই সামনে তাকিয়ে আতঙ্কিত হয়ে মঞ্চ থেকে বেরিয়ে দৌড় দিলেন। শিব-পার্বতীর মঞ্চ ছাড়ার সঙ্গে সঙ্গে মঞ্চে প্রবেশ করল একজোড়া ‘শিবের বাহন’। ষাঁড় দু’টির রণমূর্তি দেখে দর্শকের আসনে বসে থাকা লোকজন পড়ি কি মড়ি করে উঠে পালাতে লাগলেন। ষাঁড় দু’টি চোখের নিমেষে সমস্ত কিছু তছনছ করে দিল। সামনে থাকা লোকজনদের ষাঁড়ের শিঙের গুঁতোও খেতে হল। যাত্রাপালা ভঙ্গ হলে ষাঁড় দু’টি আবার গুটি গুটি পায়ে সেখান থেকে বেরিয়েও গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘প্রিয়াঙ্কাগুপ্তডটকো’ নামের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে প্রচুর নেটাগরিক লাইক ও কমেন্ট করেছেন। ইতিমধ্যে প্রায় সাত লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা হাসির মন্তব্য করে নেটাগরিকেরা ভিডিয়োটির মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন। এক জন নেটাগরিক ষাঁড় দু’টিকে ‘বিশেষ অতিথি’ বলে সম্বোধন করেছেন। অন্য এক নেটাগরিক বলেছেন ষাঁড় দুটির এই যাত্রাপালা পছন্দ হয়নি তাই তারা সেটি বন্ধ করার জন্য ছুটে এসেছে।

Advertisement
আরও পড়ুন