Bizarre

‘এ কেমন পোশাকে মিটিং করছেন’? তরুণের সাজ দেখে অবাক ঊর্ধ্বতন, করলেন কটাক্ষও

মিটিংয়ে উপস্থিত ছিলেন এক তরুণ। ঢিলেঢালা জ্যাকেট এবং মাথায় বেসবল খেলার টুপি পরে অনলাইন মিটিংয়ে বসেছিলেন সেই তরুণ। তাঁর পোশাক দেখে অবাক হয়ে যান জেসন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৬:৩৪
ভিডিয়ো কলের স্ক্রিনশট।

ভিডিয়ো কলের স্ক্রিনশট। —ছবি: সংগৃহীত।

ঊর্ধ্বতনের সঙ্গে ভিডিয়ো কলে মিটিং করতে বসেছিলেন তরুণ। কিন্তু তাঁর পোশাক দেখে অবাক হয়ে গেলেন ঊর্ধ্বতন নিজেই। মাথায় বেসবল খেলার টুপির সঙ্গে গায়ে ঢোলা জ্যাকেট পরেছিলেন তিনি। তা দেখেই কটাক্ষের শিকার হলেন তিনি। সমাজমাধ্যমে সেই ছবিটি পোস্ট করা হয়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

ক্যালিফর্নিয়ায় সাইবার নিরাপত্তা সংক্রান্ত একটি সংস্থা চালান জেসন লুমিস নামের এক ব্যক্তি। সম্প্রতি অনলাইন মাধ্যমে ভিডিয়ো কলের মাধ্যমে কর্মীদের সঙ্গে জরুরি কথাবার্তা সারছিলেন তিনি। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন এক তরুণ। ঢিলেঢালা জ্যাকেট এবং মাথায় বেসবল খেলার টুপি পরে অনলাইন মিটিংয়ে বসেছিলেন সেই তরুণ। তাঁর পোশাক দেখে অবাক হয়ে যান জেসন।

লিঙ্কডইন অ্যাকাউন্টে পোস্ট করে তিনি লেখেন, ‘‘এত পরিশ্রম করে যখন অন্য এক জনকে সময় দেওয়া হয়, তখন সেই ব্যক্তিকে সম্মান দেওয়া প্রয়োজন। আমি শার্ট পরে বসেছিলাম। কিন্তু এক তরুণ টুপি-জ্যাকেট পরে মিটিং করতে বসেছেন। এ যেন অফিসের কাজ নয়। তাঁকে দেখে মনে হচ্ছে যে, পাশের দোকান থেকে দুধ কিনতে যাচ্ছেন। মিটিং আশানুরূপ হয়নি। পোশাকের কারণে নয়। তরুণের হাবভাবের মধ্যেও দায়সারা ভাব ছিল। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কি এখন এ ভাবেই অফিসের কাজকর্ম করে অভ্যস্ত? আমি কি পিছিয়ে পড়ছি?’’

Advertisement
আরও পড়ুন