Bizarre

প্রেমিকা ২১ বছরের বড়! চার বছর সম্পর্কে থাকার পর সত্য জানতে পারলেন তরুণ, তার পর…

প্রেমিকার বয়স ২৭ বছর হলেও তাঁর বন্ধুবান্ধবের বয়স ৪০-এর কাছাকাছি বলে লক্ষ করেছিলেন তরুণ। অধিকাংশ সময় প্রেমিকাকে রূপচর্চা নিয়েই ব্যস্ত থাকতে দেখেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১১:৫২

—প্রতীকী ছবি।

চার বছর ধরে সম্পর্কে রয়েছেন তরুণ। সম্পর্কে আসার সময় তিনি জানতেন যে, প্রেমিকার চেয়ে তিনি বয়সে এক বছরের ছোট। তবে তা নিয়ে কোনও সমস্যা ছিল না দু’জনের। ২৭ বছরের তরুণীর সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন ২৬ বছরের তরুণ। প্রেমিকার কিছু আচরণে সন্দেহ হলেও তা নিয়ে বেশি ভাবনাচিন্তা করতেন না তিনি। কিন্তু এক দিন প্রেমিকার ল্যাপটপ ঘাঁটতে গিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে তরুণের। তাঁর কাছে বয়স লুকিয়েছেন তরুণী। শুধু তা-ই নয়, অতীত জীবনের এক ভয়ঙ্কর তথ্যও জানতে পেরেছেন তরুণ। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর সত্য জানতে পেরে কী করবেন তা ঠাহর করতে পারছেন না তিনি। সমাজমাধ্যমের পাতায় সেই ঘটনার উল্লেখ করে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) নেটাগরিকদের কাছে পরামর্শ চেয়েছেন হতাশ তরুণ।

Advertisement

‘আর/ব্রেকআপ্‌স’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় পোস্ট করা হয়েছে। সেই পোস্টে নামোল্লেখ না করে নিজের সম্পর্কের কথা জানিয়েছেন এক তরুণ। তিনি জানান, চার বছর ধরে ২৭ বছরের এক তরুণীর সঙ্গে সম্পর্কে রয়েছেন ২৬ বছরের সেই তরুণ। প্রেমিকার বয়স ২৭ বছর হলেও তাঁর বন্ধুবান্ধবের বয়স ৪০-এর কাছাকাছি বলে লক্ষ করেছিলেন তরুণ। তবে তা নিয়ে কখনও প্রশ্ন করেননি প্রেমিকাকে। অধিকাংশ সময় প্রেমিকাকে রূপচর্চা নিয়েই ব্যস্ত থাকতে দেখেছেন তিনি। সেই তরুণী নাকি তাঁর সৌন্দর্য নিয়ে খুব খুঁতখুঁতে ছিলেন বলে দাবি তরুণের।

সম্পর্কে তেমন ঝামেলাই হত না দু’জনের। তবে পরিচয়পত্র দেখানোর মতো কোনও পরিস্থিতির উদয় হলে প্রেমিকা এড়িয়ে যেতেন। তা নিয়ে ঝগড়াও করতেন তরুণের সঙ্গে। তরুণী তাঁর পরিচয়পত্র দেখাতেই চাইতেন না। প্রেমিকার এই আচরণ অদ্ভুত লেগেছিল তরুণের।

এক দিন সেই তরুণ তাঁর প্রেমিকার ল্যাপটপে কাজ করছিলেন। ল্যাপটপ ঘাঁটতে গিয়ে তরুণ দেখতে পান, একটি ফোল্ডারে তাঁর প্রেমিকার সমস্ত পরিচয়পত্র এবং গুরুত্বপূর্ণ নথি রয়েছে। কৌতূহলবশত প্রেমিকার পরিচয়পত্র খুলে দেখেন তরুণ। তা দেখে চমকে যান তিনি। তরুণ দেখেন, তাঁর প্রেমিকার পাসপোর্টে বয়স লেখা রয়েছে ৪৭ বছর। সেই সংখ্যা দেখে আঁতকে ওঠেন তরুণ। তাঁর প্রেমিকা ২১ বছরের বড়! সে কথা চার বছর সম্পর্কে থাকার পরেও জানতে পারেননি তরুণ। প্রেমিকার প্রতি বিশ্বাস ভেঙে যায় তাঁর। প্রেমিকা আরও কোনও তথ্য গোপন করেছেন কি না, তা জানতে ল্যাপটপে ‘তল্লাশি’ শুরু করেন তরুণ।

ল্যাপটপ ঘাঁটাঘাঁটি করতে গিয়ে প্রেমিকার অতীত জীবন সম্পর্কে আরও এক ভয়ঙ্কর তথ্য জানতে পারেন তরুণ। তাঁর প্রেমিকা অন্তঃসত্ত্বা ছিলেন। তবে তা তরুণের সঙ্গে আলাপ হওয়ার ৩-৪ মাস আগেকার ঘটনা। ল্যাপটপে থাকা একটি ছবি থেকে সে প্রমাণ পান তরুণ। সে কথাও তরুণের কাছে লুকিয়েছেন তাঁর প্রেমিকা। তিনি এই পরিস্থিতিতে কী করবেন তা বুঝতে পারছেন না।

তাই ঘটনার উল্লেখ করে নেটব্যবহারকারীদের কাছে পরামর্শ চেয়েছেন তরুণ। নেটাগরিকদের একাংশ সেই তরুণকে সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন। আবার এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘আপনার উচিত প্রেমিকার সঙ্গে সব কিছু নিয়ে কথা বলা। তিনি কেন অতীতের ঘটনা জানাননি, কেন নিজের বয়স লুকোতে গেলেন তা আগে জানুন। তার পর কোনও সিদ্ধান্ত নেবেন।’’

Advertisement
আরও পড়ুন