Viral Video

‘শত্রু’র ঠোঁটে চুমু খাওয়ার চেষ্টা! ইঁদুরের আদরে অতিষ্ঠ হয়ে উঠল বিড়াল, মজার ভিডিয়ো ভাইরাল

কখনও বিড়ালের ঠোঁটে, কখনও আবার বিড়ালের গলায় চুমু খেতে থাকে ইঁদুরটি। আদরের জ্বালায় অতিষ্ঠ হয়ে ওঠে বিড়ালটি। ইঁদুরটিকে ধীরে ধীরে থাবা দিয়ে সরানোর চেষ্টা করছিল সে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১০:০০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মেঝের উপর চুপচাপ বসেছিল একটি বিড়াল। তার চারপাশে ঘোরাফেরা করছিল একটি ইঁদুর। বিড়ালের ঠোঁটে চুমু খাওয়ার চেষ্টা করছিল সে। বিড়ালের গলায় বার বার চুমু খেয়েও ফেলছিল ইঁদুরটি। আদরের জ্বালায় একেবারে তিতিবিরক্ত হয়ে গিয়েছিল বিড়ালটি। থাবা মেরে ইঁদুরটিকে সরিয়ে দিয়েও নিস্তার পায়নি সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘সোবাত_সেমেস্টা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিড়ালকে ক্রমাগত আদর করে যাচ্ছে একটি ইঁদুর। কখনও বিড়ালের ঠোঁটে, কখনও আবার বিড়ালের গলায় চুমু খেতে থাকে ইঁদুরটি। আদরের জ্বালায় অতিষ্ঠ হয়ে ওঠে বিড়ালটি। ইঁদুরটিকে ধীরে ধীরে থাবা দিয়ে সরানোর চেষ্টা করছিল সে। কিন্তু তাতেও থামছিল না ইঁদুরটি।

একেবারে বিড়ালের গলার উপর উঠে পড়ার চেষ্টা করে সে। আবার ইঁদুরটিকে সরিয়ে দেয় বিড়ালটি। কিছু দূরে সরে গিয়ে আবার বিড়ালের কাছে ফিরে যায় ইঁদুরটি। আবার রেগে গিয়ে ইঁদুরটিকে সরিয়ে দেয় মার্জার। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে মজার ভিডিয়োটি দেখে হেসে গড়িয়ে পড়েছে নেটপাড়া। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বিড়ালটিকে আদর করে একেবারে নাজেহাল করে ছাড়ল ইঁদুরটি।’’

Advertisement
আরও পড়ুন