Viral Video

দিল্লি হাই কোর্টে ভার্চুয়াল শুনানি শুরুর আগে তরুণীকে চুম্বন! ক্যামেরা চালু থাকায় প্রকাশ্যে আইনজীবীর কাণ্ড, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, আদালতে ভার্চুয়াল শুনানির আগে বিচারপতির যোগ দেওয়ার অপেক্ষা করছেন আইনজীবীরা। তাঁদের মধ্যে কারও ক্যামেরা চালু রয়েছে, আবার কারও বন্ধ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১১:২৬
Video claims lawyer kisses woman just before Delhi High Court virtual proceedings

ভার্চুয়াল শুনানির আগে তরুণীর সঙ্গে আড্ডার মেজাজে আইনজীবী। ছবি: এক্স থেকে নেওয়া।

দিল্লি হাই কোর্টে মামলার ভার্চুয়াল শুনানি হওয়ার কথা। অনলাইনে বিচারপতির আসার অপেক্ষায় ছিল বাদী এবং বিবাদী পক্ষ। কিন্তু সেই সময়ই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। শুনানি শুরুর আগে ক্যামেরা চালু থাকা অবস্থায় এক মহিলাকে চুম্বন করতে দেখা গেল এক আইনজীবীকে। দেখে হতবাক হয়ে যান বাকি আইনজীবীরা। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, আদালতে ভার্চুয়াল শুনানির আগে বিচারপতির যোগ দেওয়ার অপেক্ষা করছেন আইনজীবীরা। তাঁদের মধ্যে কারও ক্যামেরা চালু রয়েছে, আবার কারও বন্ধ। এর মধ্যেই এক আইনজীবীকে আদালতের পোশাকে নিজের কক্ষে বসে থাকতে দেখা গিয়েছে। ক্যামেরা থেকে খানিকটা দূরে বসে রয়েছেন তিনি। কেবল তাঁর মুখ দেখা যাচ্ছে। এমন সময় তাঁর কামরায় প্রবেশ করেন শাড়ি পরা এক তরুণী। ওই তরুণী ঢুকতেই তাঁর হাত ধরে টানেন ওই আইনজীবী। দ্বিধাগ্রস্ত তরুণী সরে যাওয়ার চেষ্টা করেন। এর পর আবার কাছে আসেন। এর পর তরুণীর গালে চুমু খান আইনজীবী। দু’জনেই হাসতে থাকেন। ক্যামেরা চালু থাকায় আইনজীবীর কীর্তি বাকি আইনজীবীদের কাছে ধরা পড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়ো দেখে আইনজীবী বা তরুণীর পরিচয় নিশ্চিত করা যায়নি।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘শোনি কপূর’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময়ও প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ সব কী দেখতে হচ্ছে। আইনজীবীর এ ধরনের অশালীন আচরণ মেনে নেওয়া যায় না।’’

Advertisement
আরও পড়ুন