Viral Video

‘ভারতের ১৬ লক্ষ সেনা, আমাদের ৬ লক্ষ’, যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রাক্তন পাক সেনাকর্তার ভিডিয়োয় হইচই

ভাইরাল সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘রবি ভদোরিয়া’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৩:০২
Video claims retired Pakistani army officer warns against attack on India

ছবি: এক্স থেকে নেওয়া।

ভারতের কাছে ১৬ লক্ষ সেনা রয়েছে। পাকিস্তানের কাছে রয়েছে ৬ লক্ষ। কোনও যুদ্ধই বাঁচাতে পারবে না পাকিস্তানকে। তেমনটাই নাকি দাবি করেছেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত এক সেনাকর্তা। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কথা বলেন তিনি। সেই মর্মে একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। কবে তিনি সেই সাক্ষাৎকার দিয়েছেন, তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের প্রাক্তন এয়ার মার্শাল ওই সেনা আধিকারিকের নাম মাসুদ আখতার। ভাইরাল ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমাদের নেতৃত্বের কাজ ভবিষ্যতের দিকে তাকানো। পরিস্থিতি উদ্বেগজনক। আমাদের কাছে এর কোনও উত্তর নেই। পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। আমেরিকা হস্তক্ষেপ না করা পর্যন্ত উত্তেজনা হ্রাস পাবে না। চারটি ক্ষেত্রে ভারত ব্যাপক আক্রমণ চালানোর পরিকল্পনা করেছিল। ভারতের কাছে ১৬ লক্ষ সেনা রয়েছে। পাকিস্তানের কাছে রয়েছে ৬ লক্ষ। কোনও যুদ্ধই আমাদের বাঁচাতে পারবে না। আমাদের সত্যিই ভাবতে হবে আমাদের কী করতে হবে। না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। হইচই পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে।

ভাইরাল সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘রবি ভদোরিয়া’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়ো দেখার পর মজার মজার মন্তব্যও করতে দেখা গিয়েছে ভারতীয় নেটাগরিকদের একাংশকে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটে। তাতে ২৬ জনের মৃত্যু হয়। পাকিস্তান প্রথম থেকেই এই ঘটনার সঙ্গে যোগাযোগ অস্বীকার করেছিল। কিন্তু ভারত এই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে এবং তাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করে। এর পর গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। সেখানকার একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। তার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে।

Advertisement
আরও পড়ুন