Viral Video

ভারত-পাক সংঘাতের মধ্যে পাকিস্তানে আটকে আমেরিকার ভ্লগার! ভিডিয়ো দিয়ে অভিজ্ঞতা জানালেন তিনি

ভাইরাল সেই ভিডিয়োয় ড্রু জানিয়েছেন, পাক অধিকৃত কাশ্মীরের কাছে একটি জায়গায় রয়েছেন তিনি। সপ্তাহান্তে তাঁর ইসলামাবাদ থেকে আমেরিকায় ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি আটকে পড়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১১:৩৮
Viral Video shows American Vlogger says he is stuck in Pakistan

ছবি: ইনস্টাগ্রাম।

ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাক মুলুকে আটকে পড়েছেন তিনি। তবে নিরাপদে রয়েছেন। ভিডিয়ো প্রকাশ করে তেমনটাই জানালেন আমেরিকার এক ভ্লগার। আমেরিকান ওই ভ্লগারের নাম ড্রু বিনস্কি। ইনস্টাগ্রামে ড্রু একটি ভিডিয়ো পোস্ট করে সে কথা জানিয়েছেন। স্থানীয়দের বিক্ষোভ দেখানোর দৃশ্যও ক্যামেরাবন্দি করেছেন তিনি। তাঁর সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় ড্রু জানিয়েছেন, পাক অধিকৃত কাশ্মীরের কাছে একটি স্থানে রয়েছেন তিনি। সপ্তাহান্তে ইসলামাবাদ থেকে আমেরিকায় ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। তবে, ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে পাকিস্তানের প্রধান বিমানবন্দরগুলি বন্ধ করে দেওয়ায় তিনি আটকে পড়েছেন। ভাইরাল ভিডিয়োয় ড্রুকে বলতে শোনা গিয়েছে, ‘‘ভারত-পাক সংঘাতের কারণে আমি এখন পাকিস্তানে আটকে পড়েছি। এখানে সমস্ত বিমানবন্দর বন্ধ রয়েছে। আমার শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ। আমি নিরাপদে আছি। আমি এই দেশকে ভালবাসি এবং যত ক্ষণ না আমি বেরিয়ে আসতে পারি তত ক্ষণ এলাকা ঘুরে দেখতে চাই। যুদ্ধ নয়, শান্তি স্থাপন করুন।’’

ড্রুকে আরও বলতে শোনা গিয়েছে, ‘‘এখানে থাকা পাগলামিও বটে। হাজার হাজার মেসেজ এবং ফোন পাচ্ছি। আপনাদের অনেক ধন্যবাদ। আমি শুধু আপনাদের জানাতে চাই যে আমি নিরাপদ। সমস্ত সীমান্ত বন্ধ রয়েছে এমন একটি দেশে আটকে থাকা বেশ অদ্ভুত। যা হচ্ছে তাতে এখানকার মানুষ বেশ বিরক্ত। তবে দোকানপাট খোলা আছে।’’

আমেরিকান ভ্লগার আরও জানিয়েছেন যে, এখন তাঁর পরিকল্পনা হল সড়কপথে কাবুল যাওয়া এবং আফগানিস্তান থেকে বাড়ি ফেরার বিমান ধরা। ভাইরাল সেই ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা।

Advertisement
আরও পড়ুন