viral video

গোলাপি শাড়িতে ‘টিপ টিপ বরসা পানি’ গানে নেচে ঝড় তুললেন তরুণী, নায়িকাকেও টক্কর? কী বলল নেটপাড়া

পরনে গাঢ় গোলাপি শিফনের শাড়ি, কালো রঙের হাতকাটা ব্লাউজ়, খোলা চুল। ওই তরুণীর নাচের ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভিডিয়ো দেখে তরুণীর নাচের প্রশংসা করেছেন অনেকেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৫:০৪
woman in saree performance of Tip Tip Barsa Pani

ছবি: সংগৃহীত।

এর আগে বলিউড সুন্দরী মাধুরী দীক্ষিতের ‘বেটা’ সিনেমায় ‘ধক ধক করনে লগা’ গানে নেচে সমাজমাধ্যমে ঝড় তুলেছিলেন এই তরুণী। আরও এক বার তাঁর নাচের ছন্দে মুগ্ধ হল নেটপাড়া। এ বার বলিউডের আর এক সুপারহিট গান ‘টিপ টিপ বরসা পানি’ গানের তালে নেচে মাত করলেন ওই তরুণী। পরনে গাঢ় গোলাপি শিফনের শাড়ি, কালো রঙের হাতকাটা ব্লাউজ়, খোলা চুল। ওই তরুণীর নাচের ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভিডিয়ো দেখে তরুণীর নাচের প্রশংসা করেছেন অনেকেই। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই নাচের ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণীর পিছনে সার বেঁধে দাঁড়িয়ে রয়েছেন আরও কয়েক জন তরুণী। তাঁরা তরুণীর সঙ্গে নাচে অংশ না নিলেও তরুণীকে সমানে উৎসাহ দিয়ে চলেছেন। রবীনা টন্ডন অভিনীত এই বিখ্যাত গানের তালে স্বতঃস্ফূর্ত ভাবে নাচছেন তরুণী। নিখুঁত কোরিয়োগ্রাফি, নাচের ছন্দ ও তরুণীর অভিব্যক্তি মুগ্ধ করেছে দর্শককে।

তরুণীর নাচের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে তাঁরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। জানুয়ারি মাসে পোস্ট করা সেই ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ২ লক্ষ লাইক জমা পড়েছে ভিডিয়োয়। বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। তরুণীর নাচ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের একাংশ। বহু নেটমাধ্যম ব্যবহারকারী ভিডিয়ো দেখে জানিয়েছেন নায়িকা রবীনার সঙ্গে অনায়াসে প্রতিযোগিতায় নামতে পারেন এই তরুণী। তাঁরা মনে করছেন নৃত্যশিল্পী তাঁর দক্ষতা এবং আবেগকে প্রাধান্য দিয়েই পরিবেশনাটিকে আরও বেশি মনোগ্রাহী করতে তুলতে পেরেছেন।

Advertisement
আরও পড়ুন