Viral Video

এক বছরে তিন বার! লোকালয়ে ঢুকে পোষ্য কুকুর শিকার করে নিয়ে গেল ‘শান্ত’ কুমির, ভাইরাল ভিডিয়ো

তিন বছর ধরে কুমিরটি কোনও না কোনও ভাবে সেই খালে পৌঁছে যায়। প্রথম দিকে কুমিরটির স্বভাব শান্ত ছিল। কিন্তু ধীরে ধীরে তার স্বভাবে বদল দেখতে পান স্থানীয়েরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৮:০৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সমুদ্রসৈকতের অনতিদূরেই রয়েছে লোকালয়। গত তিন বছর ধরে একই পথে সাঁতার কেটে খালে যাতায়াত চালিয়ে যাচ্ছে একটি কুমির। প্রথম দিকে শান্ত থাকলেও ক্রমাগত হিংস্র হয়ে উঠছে সে। চলতি বছরে তিনটি কুকুর শিকার করেছে কুমিরটি। উদ্ধারকর্মীরা বার বার সেই কুমিরটিকে নিরাপদ জায়গায় ছেড়ে এলেও সে আবার একই খালে ফিরে যায়। বর্তমান পরিস্থিতি নিয়ে নাজেহাল হয়ে পড়েছেন সেখানকার বাসিন্দারা। কুমিরটি এক বাসিন্দার পোষ্যকে মেরে খাল দিয়ে নিয়ে যাচ্ছে, এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘জ্যাকস্পারলক_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি কুমির এক কুকুরের গলায় কামড় বসিয়ে খালে সাঁতার কাটছে। এই ঘটনাটি ফ্লোরিডার ব্রেভার্ড কাউন্টি এলাকায় ঘটেছে। স্থানীয়দের দাবি, তিন বছর ধরে কুমিরটি কোনও না কোনও ভাবে সেই খালে পৌঁছে যায়। প্রথম দিকে কুমিরটির স্বভাব শান্ত ছিল।

কিন্তু ধীরে ধীরে তার স্বভাবে বদল দেখতে পান স্থানীয়েরা। তাঁদের দাবি, কুমিরটিকে নিরাপদ জায়গায় উদ্ধার করে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয় না। সে আবার খালে ফিরে আসে। চলতি বছরে নাকি কুমিরটি তিনটি পোষ্য কুকুরকে শিকার করেছে। দিনের পর দিন এ ভাবে চলতে থাকলে কুমিরটি কোনও শিশুকে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন