viral video

বিশাল শিকার গিলে পেট ফুলে জয়ঢাক রাক্ষুসে সরীসৃপের! উগরোতে না পেরে আছাড়ি-পিছাড়ি দশা অজগরের

ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ভরা পেটে আর নড়াচড়া করতে পারছে না বিশাল সাপটি। বড়সড় কোনও শিকারকে গলাধঃকরণ করে প্যাঁচে পড়ে গিয়েছে সাপটি। সেই শিকার গলা থেকে বার করার জন্য শরীর বাঁকিয়ে-চুরিয়ে ফেলছে সাপটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৩:৩৪
giant python swallowed a huge prey

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

শিকার গিলে আইঢাই অবস্থা দানবাকৃতির সাপের। ভরপেট খাবার খাওয়ার ফলে পেট ফুলে অবস্থা সঙ্গিন দৈত্যাকার অজগরটির। সেই অবস্থাতেই গোটা শরীর নিয়ে আছাড়ি-পিছাড়ি খাচ্ছে বিরাট এক অজগর। একটি কাঠের ঘরের সিঁড়িতে লেজ দিয়ে আছড়ে ভেঙে ফেলতে চাইছে সরীসৃপটি। এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি কোথায় কবে ক্যামেরাবন্দি করা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ভরা পেটে আর নড়াচড়া করতে পারছে না বিশাল সাপটি। বড়সড় কোনও শিকারকে গলাধঃকরণ করে প্যাঁচে পড়ে গিয়েছে সাপটি। সেই শিকার গলা থেকে বার করার জন্য শরীর বাঁকিয়ে-চুরিয়ে ফেলছে সাপটি। তাতেও কোনও ফল হয়নি। একটি কাঠের ঘরে সাপটির দেখা মিলেছে। শিকার গিলে ফেলার পর সাপের পেটের মাঝখানে ফুলে ঢোল হয়ে গিয়েছে। তার জয়ঢাকের মতো পেটের অংশটি ঘরের ভিতরে রয়েছে। মাথা ও লেজটি সিঁড়ির কাছে ঝুলছে। লোভে পড়ে ক্ষমতার বাইরে খেয়ে মৃতপ্রায় দশা হয় অজগরটির।

ইনস্টাগ্রামে ‘এম_জ়ি০’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার পর তাতে লেখা হয়েছে কোনও মানুষকে গিলে ফেলেছে সাপটি। তবে সেই তথ্যের কোনও প্রমাণ মেলেনি। ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে তাতে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘অতি লোভের ফল হাতেনাতে পেয়েছে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘সাপের পেটের আকার দেখে মনে হচ্ছে সত্যি কোনও মানুষ গিলে নিয়েছে বিশালাকৃতির সাপটি।’’

Advertisement
আরও পড়ুন