viral video

মজা দেখার জন্য কুকুর লেলিয়ে দিলেন মালিক, অটোয় ঝাঁপিয়ে কিশোরের থুতনি খুবলে নিল হিংস্র পিটবুল! ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো

মহম্মদ সোহেল হাসান নামে ৪৩ বছর বয়সি ওই ব্যক্তি তাঁর পিট বুলকে এনে অটোর মধ্যে কিশোরের দিকে লেলিয়ে দেন। অটোয় বসে হাসতে হাসতে সেই দৃশ্য উপভোগ করতে থাকেন কুকুরের মালিক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১১:১৭
man allegedly set his Pit Bull on an 11-year-old boy intentionally

ছবি: সংগৃহীত।

স্রেফ মজা দেখার জন্য এক কিশোরের দিকে পিট বুল ছেড়ে দিলেন এক ব্যক্তি। কিশোরটি ফাঁকা অটোর মধ্যে ঢুকে বসে একা একাই খেলছিল। সেই সময় পিট বুলের মালিক কুকুরটি নিয়ে গিয়ে নাবালকের দিকে ছেড়ে দেন। কুকুরটি সঙ্গে সঙ্গে গিয়ে ঝাঁপিয়ে পড়ে কিশোরটির উপর। অটোর আসনে বসে হাসতে হাসতে সেই দৃশ্য উপভোগ করতে থাকেন কুকুরের মালিক। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি মুম্বইয়ের মানখুর্দ এলাকার। হাড়হিম করা সেই দৃশ্যটি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

গত ১৭ জুলাই ১১ বছরের হামজ়া নামের ওই কিশোর দাঁড় করানো একটি অটোয় খেলছিল। মহম্মদ সোহেল হাসান নামে ৪৩ বছর বয়সি ওই ব্যক্তি তাঁর পিটবুলকে এনে অটোর মধ্যে কিশোরের দিকে ছেড়ে দেন। এক্স হ্যান্ডল থেকে ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে পিট বুলটি হামজ়াকে কামড়ানোর জন্য তেড়ে যাচ্ছে। কুকুরের ভয়ে ভীত কিশোরটি অটোর কোণে সিঁটিয়ে বসে রয়েছে। সেই দৃশ্য দেখে হাসান হাসছেন এবং কুকুরটিকে আটকানোর কোনও প্রচেষ্টাই করছেন না। কুকুরটির গলার রশিও তিনি ছেড়ে দেন। কয়েক সেকেন্ডের মধ্যে হামজ়া চিৎকার করে উঠতেই কুকুরটি লাফিয়ে তার থুতনি কামড়ে ধরে।

পিটবুলটি কিশোরটির জামাকাপড় দাঁত দিয়ে কামড়ে ধরে। কোনও রকমে হামজ়া গাড়ি থেকে নেমে দৌড়তে শুরু করে। কুকুরটিও তার পিছু নেয়। এখানেই ভিডিয়োটি শেষ হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, কিশোরের বাবা থানায় কুকুরের মালিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। হামজ়া পরে সংবাদমাধ্যমে জানায়, সে বার বার সাহায্যের আবেদন করলেও হাসান তাতে আমল না দিয়ে বসে মজা দেখছিলেন।

Advertisement
আরও পড়ুন