viral video

‘বেবি’ বলে ডাকেন মহিলা সহকর্মী! ‘বিশ্বাসঘাতক’ স্বামীকে বালিশ দিয়ে শিক্ষা দিলেন স্ত্রী! ভাইরাল ভিডিয়ো

স্বামী-স্ত্রীর এই বাগ্‌যুদ্ধটি আবাসনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। তরুণ আবাসনের নীচে গাড়ি পার্কিংয়ের কাছে দাঁড়িয়ে আছেন। উপর থেকে অবিরাম বাক্যবর্ষণ করছেন স্ত্রী। বেশ জোরে জোরেই স্বামীর বিশ্বাসঘাতকতার কথা প্রতিবেশীদের জানাতে চাইছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ১৪:১৬
heated argument between a Singapore couples

ছবি: সংগৃহীত।

কর্মক্ষেত্রে স্বামীকে ‘বেবি’ বলে সম্বোধন করেন মহিলা সহকর্মী। সেই কথা জানতে পেরে স্বামীকে রাতের বেলায় বাড়ি থেকে বার করে দিলেন স্ত্রী। সিঙ্গাপুরের দম্পতির দাম্পত্য কলহের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। আবাসনের নীচে দাঁড়িয়ে রয়েছেন তরুণ আর উপরের তলা থেকে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে চিৎকার করছেন তাঁর স্ত্রী। তাঁকে শান্ত করার চেষ্টা করছেন স্বামী। উত্তপ্ত সেই বাদানুবাদের ভিডিয়োটি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

স্বামী-স্ত্রীর এই বাগ্‌যুদ্ধটি আবাসনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। তরুণ আবাসনের নীচে গাড়ি পার্কিংয়ের কাছে দাঁড়িয়ে আছেন। উপর থেকে অবিরাম বাক্যবর্ষণ করছেন স্ত্রী। বেশ জোরে জোরেই স্বামীর বিশ্বাসঘাতকতার কথা প্রতিবেশীদের জানাতে চাইছেন তিনি। স্বামী গলার স্বর নীচু করার অনুরোধ করলেও তাতে কর্ণপাত করেননি তরুণী। তাঁর অভিযোগ, তরুণ তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কারণ তিনি জানতে পেরেছেন তাঁর স্বামীকে কর্মক্ষেত্রে এক মহিলা সহকর্মী ‘বেবি’ বলে ডাকেন।

তরুণের যুক্তি ছিল ওই সহকর্মী সকলকেই ‘বেবি’ বলে সম্বোধন করে থাকেন। এই কথা শুনে আরও রেগে যান তরুণী। দ্বিগুণ জোরে চিৎকার করতে করতে বলেন ‘‘তুমি আমাকে বলবে না কী করতে হবে। আমি তোমাকে বলে দিচ্ছি কী করতে হবে।’’ এর পর তিনি ঘর থেকে বালিশ এনে তরুণের দিকে ছুড়ে মারেন। তিনি জানান রাতে তিনি আর স্বামীর মুখ দেখতে চান না। স্বামীকে বা়ড়ি থেকে চলে যেতে নির্দেশ দেন তরুণী।

ইনস্টাগ্রামে পোস্ট করা এই ভিডিয়োয় ৪৪ হাজারেরও বেশি লাইক এবং ১ হাজার ৭০০ জন মন্তব্য জমা পড়েছে। নেটাগরিকেরা ভিডিয়ো দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে এই ভিডিয়োটি দেখে হাস্যরস খুঁজে পেয়েছেন। কেউ কেউ আবার কর্মক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্কের সীমানা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক জন নেটাগরিক জিজ্ঞাসা করেছেন, ‘‘কেমন করে মানুষ সবাইকে ‘বেবি’ বলে ডাকে? সে কি অফিসের সকলের মা?’’

Advertisement
আরও পড়ুন