ছবি: সংগৃহীত।
মেট্রো কামরার নানা রকমের উদ্ভট কার্যকলাপ প্রায়ই আমাদের চোখে পড়ে। দেশে হোক বা বিদেশে, মেট্রো সব সময়ই ঘটনাবহুল এক স্থান। তেমনই একটি ভিডিয়ো দেখা গিয়েছে ‘অস্বাভাবিক’ এক দৃশ্য। মেট্রোর কামরায় বসার জায়গায় পাত পেড়ে খেতে বসেছেন এক তরুণী। অকুস্থল লন্ডনের লন্ডন জুবিলি লাইন ট্রেন। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি ক্যামেরাবন্দি করে সেখানকার এক সাংবাদিক দাবি তুলেছেন তরুণী এক জন ভারতীয়। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
টিকটক ও এক্স সমাজমাধ্যমে যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সেখানে দেখা গিয়েছে ভারতীয় বংশোদ্ভূত এক তরুণী ফোনে কথা বলতে বলতে প্লেট থেকে হাত দিয়ে খাবার খাচ্ছেন। এই দেখেই সমালোচনায় মুখর হয়েছেন নেটাগরিকেরা। জনসমক্ষে এ ভাবে হাত দিয়ে খাওয়াকে শিষ্টাচার-বিরোধী বলে মন্তব্য করেছেন অনেকেই। অনেকেই ফোনে জোরে কথা বলার জন্যও তাঁকে দোষ দিয়েছেন। এতে তিনি সহযাত্রীদের বিরক্তি উদ্রেক করেছেন বলে দোষারোপ করা হয়েছে। খাওয়ার সময় কাঁটা-চামচ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। আবার নেটাগরিকদের একাংশ তাঁর আচরণে শালীনতার অভাব খুঁজে পাননি। তাঁরা জানিয়েছেন হাত দিয়ে না খাওয়া যেমন সংস্কৃতির অঙ্গ, তেমনই হাত দিয়ে খাওয়াও ভারতীয় ঐতিহ্যের অংশ।
A Jubilee Line train stops in the heart of London Docklands, the home of hi-tech & sophisticated banking.
— David Atherton (@DaveAtherton20) May 28, 2025
An Indian woman is on the phone, eating her dinner with her hands. pic.twitter.com/ukMDD8uo9Z
ভিডিয়োটি ডেভিড আর্থারটন নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। পাঁচ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। ১ হাজার লাইক জমা পড়েছে তাতে। এক জন লিখেছেন, ‘‘তিনি কাউকে বিরক্ত করছেন না। তাঁকে একা ছেড়ে দিয়ে নিজের কাজে মন দিন।’’