viral video

‘দুর্বল’ কুকুরের দিকে তেড়ে এল চিতাবাঘ! ‘বাহুবলী’ হওয়ার শখ মিটিয়ে দিল সারমেয়, লেজ গুটিয়ে পালাল শ্বাপদ!

একটি বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে চিতাবাঘটি। তাকে দেখে বাড়ির অন্য দিক থেকে দৌড়ে বেরিয়ে এল পোষ্য কুকুরটি। বারান্দায় দাঁড় করানো গাড়ির আড়ালে মুখোমুখি হয় দুই যুযুধান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৪:০৯
fight between a leopard and dog

ছবি: সংগৃহীত।

বনের আস্তানা ছেড়ে লোকালয়ে চিতাবাঘের হামলার ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। গত কয়েক দিনে চিতাবাঘ এবং কুকুরের মধ্যে লড়াইয়ের বহু ভিডিয়োই নজরে এসেছে। কখনও দেখা গিয়েছে চিতাবাঘ কুকুরটিকে পরাজিত করেছে। আবার কখনও কখনও কুকুরদের জোটবদ্ধ আক্রমণে চুপচাপ লেজ গুটিয়ে পালিয়ে যেতে হয়েছে বন্যপ্রাণীটিকে। তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি। যেখানে দেখা গিয়েছে একটি বাড়ির ভিতর ঢুকে একটি কুকুরকে আক্রমণ করার চেষ্টা করছে একটি চিতাবাঘ। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি কবে বা কোথায় তোলা হয়েছে তা জানা যায়নি।

Advertisement

একটি বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুই প্রাণীর সংঘর্ষের দৃশ্যটি। ভিডিয়োয় দেখা গিয়েছে বাড়ির ভিতর থেকে বেরিয়ে এল শ্বাপদটি। তাকে দেখে বাড়ির অন্য দিক থেকে দৌড়ে বেরিয়ে এল পোষ্য কুকুর। বারান্দায় দাঁড় করানো গাড়ির আড়ালে মুখোমুখি হল দুই যুযুধান। চিতাবাঘটিও ডান দিক থেকে গাড়ির দিকে ছুটে গেল। কুকুরটি চিতাবাঘের মুখোমুখি হওয়ার সঙ্গে সঙ্গে সম্ভবত ভয় পেয়ে গেল। ডাক ছাড়তে ছাড়তে পিছু হটল সে। তার পরই আবার খেলা ঘুরে গেল। চিতাবাঘটি সামনে রুখে দাঁড়াল কুকুরটি। জোরে জোরে ডাক ছাড়তে ছাড়তে তাড়া করল বন্য জন্তুটিকে। কুকুরের ভয়ে পিঠটান দিল চিতাবাঘটি। ১১ সেকেন্ডের এই ভিডিয়োটি এখানেই সমাপ্ত হয়ে যায়।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ২৭ তারিখ পোস্ট করা ভিডিয়োটি প্রায় ১ লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘সমগ্র চিতাবাঘ সম্প্রদায়ের লজ্জার কারণ হয়ে দাঁড়াতে পারে চিতাবাঘটি।’’ আর এক জন লিখেছেন, ‘‘কুকুরের সামনে মাথা নত করেছে চিতাবাঘটি।’’

Advertisement
আরও পড়ুন