viral video

পেটে মদ পড়তেই উথলে উঠল দেশপ্রেম! রাস্তা জুড়ে হট্টগোল করলেন তরুণ, এল পুলিশ, কী ঘটল তার পর?

ভিডিয়োয় দেখা গিয়েছে রাস্তায় সারি সারি যানবাহন দাঁড়িয়ে রয়েছে। তার মাঝেই মদ্যপ ওই তরুণ চিৎকার করে ‘ভারত জিন্দাবাদ’ এবং ‘ভারতীয় সেনাবাহিনী জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে শুরু করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১৭:৩৭
Traffic police scolded a drunken man

ছবি: সংগৃহীত।

মদ খেয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন এক তরুণ। যানজটে গাড়ি থমকাতেই দেশাত্মবোধ চাগাড় দিয়ে উঠল তরুণের। বাইকে বসেই হইহল্লা জুড়ে দিলেন তিনি। তীব্র যানজটের মধ্যেই দেশপ্রেমের নানা স্লোগান দিতে শুরু করেন মত্ত তরুণ। সেই হইচই শুনে এগিয়ে আসেন কর্তব্যরত ট্র্যাফিক আধিকারিক। যান নিয়ন্ত্রণ করার সময় গোলমাল হওয়ায় তাঁদের কাজে ব্যাঘাত ঘটে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি রাজস্থানের জয়পুরের। ভিডিয়োয় বাইকের যে নম্বরপ্লেটটি দেখা গিয়েছে তা দেখে বোঝা গিয়েছে এটি জয়পুরে রেজিস্ট্রেশন করা বাইক। ভিডিয়োয় দেখা গিয়েছে সারি সারি যানবাহন দাঁড়িয়ে রয়েছে। তার মাঝেই মদ্যপ ওই তরুণ চিৎকার করে ‘ভারত জিন্দাবাদ’ এবং ‘ভারতীয় সেনাবাহিনী জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে শুরু করেন। উপস্থিত লোকজনও হতবাক হয়ে যান এই ঘটনা। ক্রমাগত চিৎকার শুনে এগিয়ে আসেন এক ট্র্যাফিক পুলিশ।

ট্র্যাফিক পুলিশ এসে বাইক আরোহীকে ধমক দিতে শুরু করেন। রেগে গিয়ে মদ্যপ তরুণকে চড় মারতে উদ্যত হন তিনি। পুলিশকর্মী তাঁকে ধমকাতেও শুরু করেন। এত যানবাহন শান্তিপূর্ণ ভাবে দাঁড়িয়ে আছে তা সত্ত্বেও তরুণ কেন এত হট্টগোল শুরু করেছেন সে বিষয়ে জানতে চান পুলিশকর্মীটি। তিরস্কার করার সময় তিনি বলেন, ‘‘এই সমস্ত লোক সীমান্তে যুদ্ধ করতে যাওয়ার পরিবর্তে এখানে তাঁদের দেশপ্রেম দেখাচ্ছেন।’’ এখন পর্যন্ত এই ভিডিয়োটি ৭১ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। হাজারের বেশি নেটমাধ্যম ব্যবহারকারী পোস্টটিতে লাইক করেছেন। অনেকেই মন্তব্য বিভাগে তাঁদের মতামতও প্রকাশ করেছেন।

Advertisement
আরও পড়ুন