Viral Video

ধেয়ে এল সিংহী! দলছুট হয়ে প্রাণ হারাল ‘অসহায়’ জ়েব্রা, রইল মনখারাপ করা ভিডিয়ো

‘বনের রানি’র চোখে ধুলো দিয়ে বেশির ভাগ জ়েব্রাই পালিয়ে গেলেও একটি জ়েব্রা সেখানেই রয়ে গেল। সিংহীটি লাফিয়ে গিয়ে তার ঘাড়ে একটি কামড় বসাল। সাফারি করতে যাওয়া পর্যটকেরা তাঁদের গাড়ি থেকে মোবাইলের ক্যামেরায় বন্দি করলেন পুরো ঘটনাটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১১:২৮

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

জঙ্গলের মধ্যে চড়ে বেড়াচ্ছে একদল জ়েব্রা। তাদের সেই সুন্দর ঘুরে বেড়ানোর মাঝে বাদ সাধল একটি সিংহী। চোখের সামনে অত ‘খাবার’কে ঘুরে বেড়াতে দেখে হতভম্ব হয়ে গেল সে। জ়েব্রাগুলি যে যার মতো এ দিক-ও দিক দৌড়তে লাগল। সিংহীটিও ছুটে গেল। ‘বনের রানি’র চোখে ধুলো দিয়ে বেশির ভাগ জ়েব্রাই পালিয়ে গেলেও একটি জ়েব্রা সেখানেই রয়ে গেল। সিংহীটি লাফিয়ে তার ঘাড়ে একটি কামড় বসাল। সাফারি করতে যাওয়া পর্যটকেরা তাঁদের গাড়ি থেকে মোবাইলের ক্যামেরায় বন্দি করলেন পুরো ঘটনাটি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে তানজ়ানিয়ায়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে একদল জ়েব্রা। তাদের পাশে দাঁড়িয়ে রয়েছে একটি সাফারির গাড়ি। সেখানে ধূমকেতুর মতো উদয় হল একটি সিংহী। সেখানে এসেই প্রথমে তার চোখ পড়ল ঘুরে বেড়ানো জ়েব্রার দলের দিকে। লেজ খাড়া করে জ়েব্রাগুলির দিকে ছুটে গেল সিংহীটি। সাফারির গাড়িতে থাকা পর্যটকদের দিকে এক বার ফিরেও দেখল না ‘বনের রানি’। জ়েব্রাগুলিও চোখের সামনে ‘মৃত্যু’কে ছুটে আসতে দেখে যেখানে-সেখানে পালাতে লাগল। কিন্তু একটি জ়েব্রা দল থেকে আলাদা হয়ে গেল। সিংহীটি ঝাঁপিয়ে পড়ে তার ঘাড়ে একটি কামড় বসাল। সিংহীর খপ্পর থেকে জ়েব্রাটি আর পালাতে পারল না। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ট্যুরগাইডার_তানজ়ানিয়া’ নামের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে প্রচুর নেটাগরিক প্রতিক্রিয়ায় লাইক ও কমেন্ট করেছেন। ইতিমধ্যে প্রায় ৮৫ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম মন্তব্য করে নেটাগরিকেরা ভিডিয়োটির মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন।

Advertisement
আরও পড়ুন