viral video

ঘোড়ার সঙ্গে ঘোরাঘুরি, পিঠে উঠে লাফিয়ে, ঝাঁপিয়ে চতুষ্পদকে নাস্তানাবুদ করে ছাড়ল কপিবর! রইল মজার ভিডিয়ো

একটি ছোট বাদামি রঙের ঘোড়ার পিঠে চেপে খোলা মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে একটি বাঁদর। শক্ত করে চেপে ধরে আছে চতুষ্পদের কেশর। পিঠের উপর বাঁদরটির উপস্থিতি মেনে নিতে পারেনি ঘোড়া।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১১:৪০
monkey riding on horse

ছবি: সংগৃহীত।

বাঁদর বলে কি শখ আহ্লাদ থাকবে না। মানুষের মতো ঘোড়ায় চড়ার সাধ হয়েছিল বাঁদরেরও। মাঠের মধ্যে একটি টাট্টু ঘোড়াকে ঘুরতে দেখে মাথায় দুষ্টুমি ভর করে শাখামৃগটির। এক লাফে ঘোড়াটির পিঠে সওয়ার হয়ে পড়ে বাঁদরটি। আচমকা উৎপাত ঘাড়ে এসে পড়ায় বিরক্ত হয়ে ওঠে ঘো়ড়াটি। লাফিয়ে ঝাঁপিয়ে অস্থির হয়ে ওঠে সে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

মজার সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ছোট বাদামি রঙের ঘোড়ার পিঠে চেপে খোলা মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে একটি বাঁদর। শক্ত করে চেপে ধরে আছে চতুষ্পদের কেশর। পিঠের উপর বাঁদরটির উপস্থিতি মেনে নিতে পারেনি ঘোড়া। তাকে পিঠ থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করে চলে অবিরত। সে জোরে দৌড়ে, লাফিয়ে ঝাঁপিয়ে পিঠ থেকে বাঁদরটিকে ফেলে দেওয়ার চেষ্টা করে। কপিবরও নাছোড়বান্দা। মজাদার সওয়ারি থামাতে সেও রাজি নয়। পিঠ থেকে পড়তে পড়তেও নিজেকে সামলে নেয় সে। শক্ত করে আঁকড়ে ধরে ঘোড়াটির গলার বকল্‌সটি।

‘রেয়ারইন্ডিয়ানপিক্‌স’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর ভিডিয়োটি প্রায় ৫০ হাজার বার দেখা হয়েছে। ভিডিয়োটি কোথায় ও কবে তোলা হয়েছে তা স্পষ্ট নয়। লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে মন্তব্য বিভাগে।

Advertisement
আরও পড়ুন