Viral Video

পোষ্য ভেবে চিতার মাথায় আদর তরুণীর! আবেশ ভেঙে হঠাৎ গা-ঝাড়া দিল শ্বাপদ, তার পর?

আপাত শান্ত একটি চিতার কাছে বসে পোষ্যের মতো আদর করছিলেন তরুণী। চিতাটিও খাঁচার সামনে বসে আরামে চোখ বুজেছিল। আচমকাই উঠে মুখ ঘুরিয়ে তরুণীর দিকে উঠে একদৃষ্টে তাকিয়ে থাকে সে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মে ২০২৫ ০৭:৫৫
woman giving pose with a cheetah

ছবি: সংগৃহীত।

বনের রাজা যদি সিংহ হয়, তবে গতির রাজা অবশ্যই চিতা। গতি ও ক্ষিপ্রতায় তাকে হারানো যেমন মুশকিল, তেমনই হিংস্রতায় এর জুড়ি মেলা ভার। এই ধরনের প্রাণীদের থেকে বনের বাকি প্রাণীরা দূরে থাকতেই ভালবাসে। কিন্তু সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার জন্য প্রাণ হাতে করেও হিংস্র প্রাণীদের সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চান না কেউ কেউ। তেমনই একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক জন তরুণী আপাত শান্ত একটি চিতার পাশে ছবি তুলছেন। যদিও এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

চিতা এমন একটি প্রাণী যা ঘণ্টায় ১০০ কিমি বেগে দৌড়য়। কাছে বসে থাকা কাউকে শিকার করা তার কাছে ছেলেখেলার সমান। সেই ভয়ঙ্কর প্রাণীটির গা ঘেঁষে বসে বাদামি জামা পরা এক তরুণী তার মাথায় হাত বুলোচ্ছিলেন। সেই আদরের স্পর্শে প্রথমে চিতাটির চোখ আবেশে বুজে এলেও কয়েক সেকেন্ডের মধ্যেই গা-ঝাড়া দিয়ে ওঠে শ্বাপদটি। প্রায় ১ মিনিটের এই ভিডিয়োয় সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্তটি আসে যখন চিতাটি উঠে মুখ ঘুরিয়ে তরুণীর দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে।

রিলটি ‘দ্যব্রিটানিফাদিপে’ নামের ইনস্টাগ্রাম হ্যন্ডল থেকে পোস্ট করার সময় তরুণী লেখেন, ‘‘আমি সত্যিই কয়েক সেকেন্ডের জন্য একটু ভয় পেয়ে গিয়েছিলাম। মনে পড়ে গিয়েছিল যে এটি কুকুর নয়, এটি একটি পূর্ণবয়ষ্ক চিতা! আমি আশা করিনি যে ও উঠে দাঁড়াবে।’’ তবে উঠে ঘুরে দাঁড়িয়ে চিতাটি কোনও রকম আক্রমণ করেনি তরুণীকে। তাঁর চারপাশে ঘোরাফেরা করতে থাকে। এখানেই ভিডিয়োটি শেষ হয়ে যায়। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচই পড়েছে। ৯ লক্ষের বেশি লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যমে।

Advertisement
আরও পড়ুন