viral video

সিলিন্ডারের পাইপ থেকে হু হু করে বেরোচ্ছে গ্যাস! বন্ধ করতে গিয়ে বিস্ফোরণে ছিটকে গেলেন দু’জন

সিলিন্ডারের পাইপ খুলে এলপিজি বেরিয়ে আসার ফলে ঘরে রান্নাঘর ও ঘরে ভরে যায় গ্যাস। সিলিন্ডারের সুইচ বন্ধ করতে আসতেই ঘটে বিস্ফোরণ। আগুনে লেগে গেল ঘরে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১২:৫৯
fire erupted inside a house

ছবি: সংগৃহীত।

সিলিন্ডারের পাইপ খুলে গিয়ে প্রবল বেগে বেরিয়ে আসছে এলপিজি। পাইপ ধরে সিলিন্ডারটি রান্নাঘর থেকে কোনওরকমে টেনে বার করে এনেই ছুটে বেরিয়ে গেলেন এক মহিলা। টানা দু’মিনিট ধরে গ্যাস বেরিয়ে যাওয়ার পর ঘরে ঢোকেন এক তরুণ ও মহিলা। গ্যাসের সুইচ বন্ধ করার চেষ্টা করতে গিয়েই ঘটে মারাত্মক দুর্ঘটনা। রান্নাঘরে আগুন ধরে ঘটে প্রবল বিস্ফোরণ। সেই ধাক্কায় ছিটকে পড়লেন দু’জনেই। জানলা-দরজা খোলা থাকায় প্রাণে বেঁচে গেলেও তরুণের শরীরে আগুন ধরে যায়। সেই ভয়াবহ ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

এক্স হ্যান্ডলে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মধ্যবয়সি এক মহিলা গ্যাসের পাইপটিকে ধরে ঠেলে সরিয়ে দিলেন। গ্যাস বেরোনো বন্ধ করার চেষ্টা করলেও সেটি বন্ধ হয়নি। সাহায্য চাওয়ার জন্য বাইরে বেরিয়ে যান তিনি। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বুধবার (১৮ জুন) দুপুরের দিকে ঘটনাটি ঘটেছিল। তবে কোথায় এই দুর্ঘটনাটি ঘটে তা জানা যায়নি। ফুটেজে দেখা গিয়েছে, লাল রঙের গ্যাস সিলিন্ডারটি মেঝেয় পড়ে রয়েছে এবং সেখান থেকে সাদা রঙের ধোঁয়ার মতো গ্যাস বেরিয়ে আসছে। কয়েক মিনিট পর এক মহিলা এক জন তরুণকে নিয়ে ঘরের ভিতরে আসেন। মহিলা সামনের দরজা দিয়ে ঘরে ঢোকেন। আর তরুণ উল্টো দিকের দরজা দিয়ে ঘরে ঢুকে দেখেন তখনও গ্যাস বেরোনো বন্ধ হয়নি। তাঁরা সিলিন্ডারের কাছে পৌঁছে গ্যাসের পাইপের সুইচ বন্ধ করার চেষ্টা করতেই ঘটে বিপত্তি।

ক্রমাগত গ্যাস বেরিয়ে আসার ফলে ঘরের ভিতর গ্যাসে ভরে গিয়েছিল। তাঁরা যখন সুইচ বন্ধ করার চেষ্টা করছিলেন, তখন রান্নাঘরের ভিতর একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। পুরো ঘর আগুনের হলকায় ভরে যায়। সেই বিস্ফোরণের অভিঘাতে দু’জনেই ছিটকে পড়ে যান। ভাগ্যক্রমে ঘরের দরজা-জানালা খোলা ছিল। ফলে বিস্ফোরণের প্রভাব কম ছিল। মহিলার শাড়িতে সামান্য আগুন লাগে। তিনি দৌড়ে ঘর থেকে বেরিয়ে যান। তরুণও বিস্ফোরণের ধাক্কায় ছিটকে বেরিয়ে যান ঘর থেকে।

ভিডিয়োটি ‘সত্যম রাজ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর সেটি প্রায় আট লক্ষ বার দেখা হয়েছে। ৩ হাজার ৭০০ জন ভিডিয়োটিতে লাইক দিয়েছেন। হাজার হাজার নেটাগরিক তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন মন্তব্য বিভাগে।

Advertisement
আরও পড়ুন