viral video

লাল শাড়ি, গা-ভর্তি গয়না, গাছের মগডালে উঠে অদ্ভুত অঙ্গভঙ্গি ‘গাছের রানি’র! ভিডিয়ো দেখে নিন্দার ঝড়

লাল শাড়ি, মাথায় টায়রা, গলাভর্তি হার, হাতে চুড়ি পরে গাছের মগডালে উঠে বসে থাকতে দেখা গিয়েছে এক তরুণীকে। নিজেকে ‘গাছেদের রানি’ বলে দাবি করেছেন ওই তরুণী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১১:১২
woman sitting atop a leafless tree

ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে ভাইরাল হতে গিয়ে সটান গাছের মগডালে চড়ে বসলেন তরুণী! টকটকে লাল রঙের শাড়ি, গা-ভর্তি গয়না পরে গাছে চড়ে অভিনয় করে দেখালেন তিনি। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হতবাক হয়ে গিয়েছে দর্শক। গাছের ডালে চড়ে নিজেকে ‘গাছেদের রানি’ বলে দাবি করেছেন ওই তরুণী। নাটকীয় হলেও গাছের উপরে বসে ভিডিয়ো করার দৃশ্যটি দেখে শিউরে উঠেছেন অনেকেই। কারণ তরুণী যেখানে বসেছিলেন সেই গাছটি বিপজ্জনক ভাবে দুলছিল। অদ্ভুত স্টান্টটি প্রকাশ্যে আসার পরই হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি লম্বা ন্যাড়া গাছের মগডালে চড়েছেন এক তরুণী। হঠাৎই গাছের উপর বসে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে শুরু করেন তিনি। লাল শাড়ি, মাথায় টায়রা, গলাভর্তি হার, হাতে চুড়ি পরে তিনি অভিনয়ের সংলাপ বলতে শুরু করেন। অত উঁচুতে বসেও নির্বিকার ভাবে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। একটুও ভয় পেতে দেখা যায়নি। দু’হাত ছড়িয়ে বলতে থাকেন, ‘‘আমি গাছেদের রানি আর আমার কাহিনি তাড়াতাড়ি শেষ হবে না। সেনাপতি যাও, ঘোষণা করে দাও আজ থেকে এই রাজ্যের এক জনই রানি। আমার প্রতিশোধের কাহিনি আজ থেকে শুরু হল।’’

ভাইরাল ভিডিয়োটি ‘মিস পূজা অফিসিয়াল ৮৮৭’ নামে তাঁরই ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ১ কোটি ৪০ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়ো দেখে প্রচুর মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। এক জন নেটাগরিক রসিকতা করে লিখেছেন, ‘‘গাছের রানি, যদি তুমি পড়ে যাও তা হলে তোমার গল্প এখানেই শেষ হয়ে যাবে।’’ অন্য এক জন বিরক্ত হয়ে মন্তব্য করেছেন, ‘‘কোন দুনিয়া থেকে আসেন এঁরা।’’

Advertisement
আরও পড়ুন