Viral Video

জলপ্রপাত পেরোচ্ছে অ্যানাকোন্ডা, আমাজ়নের রাজার আকার দেখে বিস্মিত নেটপাড়া, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পাথুরে নদীর জলপ্রপাতের কাছে বিশাল চেহারা নিয়ে মন্থর গতিতে এগিয়ে যাচ্ছে একটি অ্যানাকোন্ডা। কালচে সবুজ রঙের সাপটির দেহে ছোপছোপ দাগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৭:৪৫
Video of Anaconda in Brazil waterfall goes viral

—প্রতীকী ছবি।

সাপকে কমবেশি সবাই ভয় পায়। কিন্তু যদি সাক্ষাৎ অ্যানাকোন্ডার দর্শন হয়! তা হলে কী অবস্থা হবে? সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যেখানে বিশাল অ্যানাকোন্ডাকে ব্রাজিলের একটি জলপ্রপাত পেরোতে দেখা গিয়েছে। আমাজ়ন জঙ্গলের রাজার সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচই পড়েছে নেটমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাথুরে নদীর জলপ্রপাতের কাছে বিশাল চেহারা নিয়ে মন্থর গতিতে এগিয়ে যাচ্ছে একটি অ্যানাকোন্ডা। কালচে সবুজ রঙের সাপটির দেহে ছোপ ছোপ দাগ। বিশাল দেহ দেখা গেলেও তার মুখ দেখা যাচ্ছে না। সাপটির কিছু দূরেই দাঁড়িয়ে ছিল এক দল পর্যটক। সাপটি নজরে আসতেই তাঁদের মধ্যে হইচই পড়ে যায়। কেউ কেউ সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভিডিয়োটি বছরখানেকের পুরনো। কিন্তু সম্প্রতি সেটি ভাইরাল হয়েছে। ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সারা ইউনিভার্স’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে আতঙ্কিত নেটাগরিকদের একাংশ। অনেকে আবার অ্যানাকোন্ডার আকার দেখে বিস্ময়ও প্রকাশ করেছেন। অনেক নেটাগরিক আবার জানিয়েছেন, তাঁরা কোনও দিন ব্রাজিল সফরে যাবেন না।

Advertisement
আরও পড়ুন