Viral Video

অটো যখন ট্র্যাক্টর, ত্রিচক্রযানে জমি চষছেন তরুণ! ‘শর্টকাট’ পদ্ধতির ভিডিয়ো ভাইরাল হতেই হইচই

জমির এক দিকে সোজা রাস্তা বরাবর অটো চালিয়ে আবার অটোটি বাঁক নেয়। তার পর আবার এঁকেবেঁকে অটো চালাতে শুরু করেন তরুণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ০৯:৩৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ফাঁকা জমি পড়ে রয়েছে। চাষের জন্য ব্যবহার করা হবে বলে সেই জমি চষার প্রয়োজন। কিন্তু বলদের গাড়ি দিয়ে জমি চষতে রাজি নন কৃষক। বরং খুব সহজে জমি চষে ফেলার পদ্ধতি আবিষ্কার করে ফেলেছেন তিনি। অটো চালিয়ে জমি চষছেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘রেয়ারইন্ডিয়ানক্লিপ্‌স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ত্রিচক্রযানের সাহায্যে জমি চষছেন এক তরুণ। জমির এক দিকে সোজা রাস্তা বরাবর অটো চালিয়ে আবার অটোটি বাঁক নেয়। তার পর আবার এঁকেবেঁকে অটো চালাতে শুরু করেন তরুণ।

চালক ছাড়া অবশ্য অটোর ভিতর কেউ বসে ছিলেন না। ট্র্যাক্টরের সাহায্যেও মাঝেমধ্যে জমি চষা হয়‌ে থাকে। কিন্তু কম খরচ এবং কম পরিশ্রমে সেই কাজ সেরে ফেলেছেন তরুণ। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। কেউ কেউ আবার তরুণের বুদ্ধির প্রশংসা করেছেন। এক জন লিখেছেন, ‘‘এ ভাবে অটো চালিয়ে কাউকে প্রথম জমি চষতে দেখলাম। তবে তাতে জমির কোনও লাভ হবে কি না জানা নেই।’’

Advertisement
আরও পড়ুন