Viral Video

তরমুজ দেখে আহ্লাদে আটখানা খুদে! তরুণীর কাছে ফল খাওয়ার আবদার লোভী হস্তীশাবকের, মজার ভিডিয়ো ভাইরাল

মাকে ফাঁকি দিয়ে একদৌড়ে তরুণীর কাছে চলে গেল সে। তার পর চোখ গোল গোল করে তাকাল তরুণীর দিকে। এ যে তরমুজ খেতে চাওয়ার আবদার! হস্তীশাবকের ইশারা বুঝে ফেললেন তরুণী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১১:১৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মা হাতির সঙ্গে হেলেদুলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তার শাবক। তাদের সঙ্গে ছিল এক জন মাহুতও। মা হাতির পিঠে চেপে বসেছিলেন তিনি। রাস্তার ধারে একটি দোকানে সামনে এক তরুণীকে দাঁড়িয়ে থাকতে দেখল হস্তীশাবকটি। কিন্তু তার নজর পড়েছে থালার দিকে। তরমুজ কেটে তা থালায় সাজিয়ে রেখেছেন তরুণী। তা নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তরমুজ দেখেই লোভ জাগল বাচ্চা হাতির।

Advertisement

মাকে ফাঁকি দিয়ে একদৌড়ে তরুণীর কাছে চলে গেল সে। তার পর চোখ গোল গোল করে তাকাল তরুণীর দিকে। এ যে তরমুজ খেতে চাওয়ার আবদার! হস্তীশাবকের ইশারা বুঝে তার দিকে তরমুজের একটি টুকরো বাড়িয়ে দিলেন তরুণী। শুঁড়ে সেই ফল পেঁচিয়ে গপ করে গিলে ফেলল হস্তীশাবকটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক হস্তীশাবক তরুণীর হাত থেকে তরমুজের টুকরো নিয়ে গপাগপ গিলে ফেলছে।

তরুণীও সেই খুদে শাবকের মুখে এক এক করে তরমুজের টুকরো তুলে দিচ্ছেন। পরে সেই খাবারে ভাগ বসাল হস্তীশাবকের মা-ও। তরুণী যখন ওই শাবকের দিকে ফল তুলে দিচ্ছেন, তখন সেই ফলের টুকরোয় ভাগ বসিয়ে ফেলছে তার মা। খুদে শাবকটিকে খেতেই দিচ্ছে না। তরমুজের লোভে মাকে ফাঁকি দিয়ে আসার ‘শাস্তি’ পাচ্ছে বাচ্চা হাতিটি।

Advertisement
আরও পড়ুন