Bizarre

বিজ়নেস ক্লাস ছেড়ে ইকোনমিতে আপত্তি প্রেমিকার! বিমানে ওঠার আগেই সম্পর্ক ভাঙলেন তরুণ, একাই প্রেমের শহরে তরুণী

প্যারিস যাওয়ার আগে সম্পর্কে ইতি টানেন তরুণ। মডেল তরুণী এই ভ্রমণ বাতিল করতে চাননি। তিনি বার বার অনুরোধ করেছিলেন যে, প্যারিসে ঘুরতে গিয়ে নিজেদের ভুল বোঝাবুঝি দূর করে ফেলবেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ১২:৩৪

ছবি: সংগৃহীত।

তিন মাস আগে সম্পর্কে জড়িয়েছেন মডেল তরুণী। তা উদ্‌যাপন করতেই প্রেমিকের সঙ্গে প্রেমের শহর প্যারিস ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। যেমন ভাবা, তেমন কাজ। প্যারিসগামী বিমানের টিকিট বুক করতে বসলেন তাঁরা। কিন্তু সেখান থেকেই শুরু হল ঝামেলা। তরুণী যাতায়াতের সময় বিলাসিতা পছন্দ করেন। তাই বিমানের বিজ়নেস ক্লাসের টিকিট কাটতে চান তিনি। অন্য দিকে তাঁর প্রেমিকের দাবি, যাতায়াতের জন্য অকারণে এত খরচ করার কোনও অর্থ নেই। তিনি ইকোনমি ক্লাসে যাতায়াত করতেই স্বচ্ছন্দ বোধ করেন। তাই তিনি ইকোনমি ক্লাসের টিকিট কেটে ফেললেন।

Advertisement

শুধু তা-ই নয়, প্রেমিকাকেও তাঁর সঙ্গে ইকোনমি ক্লাসে যাতায়াত করার জন্য অনুরোধ করতে থাকেন। টিকিট বুকিং নিয়েই যুগলের মধ্যে গোল বাধে। তরুণী কিছুতেই ইকোনমি ক্লাসে যাতায়াত করতে রাজি নন। অন্য দিকে, তরুণও বিলাসিতার জন্য এত খরচ করে বিজ়নেস ক্লাসে যাবেন না। মতের অমিল হওয়ায় দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়। চিন্তাভাবনার বিস্তর পার্থক্য থাকার কারণে প্যারিস ঘুরতে যাওয়ার আগে প্রেমিকাকে ফোন করে সম্পর্কে ইতি টানলেন তরুণ।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৩৯ বছর বয়সি মডেল তরুণীর নাম জু আইসেন। ব্রাজ়িলের সাও পলো শহরের বাসিন্দা তিনি। তিন মাস ধরে এক তরুণের সঙ্গে সম্পর্কে রয়েছেন মডেল। সম্পর্ক উদ্‌যাপন করতে প্যারিসে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন তাঁরা। জুয়ের দাবি, তাঁর প্রেমিকের কোনও রকম অর্থাভাব ছিল না। তবুও বিলাসিতার জন্য খরচ করতে চাইতেন না তিনি।

তরুণী বিজ়নেস ক্লাসের টিকিট কেটে ফেললেও তাঁর প্রেমিক কম খরচ করে ইকোনমি ক্লাসের টিকিট কেটে ফেলেন। উপরন্তু প্রেমিকাকেও তাঁর সঙ্গে ইকোনমি ক্লাসে যাতায়াত করার অনুরোধ করতে থাকেন। তরুণের দাবি, বিলাসিতার জন্য তিনি এত খরচ করতে রাজি নন। কিন্তু মডেলের পাল্টা দাবি, তিনি নিজের জন্য বিজ়নেস ক্লাসের টিকিটের খরচ বহন করতে পারেন। বিলাসিতা ছেড়ে বিমানে যাতায়াত করার পক্ষপাতী নন তিনি।

তরুণীর কথায়, ‘‘আমি তো আমার প্রেমিকের খরচায় যাচ্ছি না। আমার নিজের পয়সায় যাচ্ছি। এমনটা নয় যে, ওর পয়সা নেই। বিজ়নেস ক্লাসে যাওয়ার মানসিকতা নেই ওর। আমি যেতে পারছি দেখে ওর হিংসে হচ্ছে। তাই বার বার আমায় ওর সঙ্কীর্ণ বাস্তবে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি যে ওর প্রতি নির্ভরশীল নই, সেই ভাবনাই ওকে কুরে কুরে খাচ্ছে।’’

তরুণী আরও বলেন, ‘‘আমার প্রাক্তন প্রেমিকের সঙ্গে আমার কখনও এ সব নিয়ে ঝামেলা হত না। ও তো আমার চেয়েও বেশি বড়লোক ছিল। আমি কখনওই মানি না যে, আর্থিক বৈষম্য থাকলে তাঁর সঙ্গে সম্পর্কে জড়ানো উচিত নয়। কিন্তু ও আমায় জোর করছে।’’ জুয়ের দাবি, প্যারিসে যাওয়ার আগে তাঁকে ফোন করে সম্পর্কে ইতি টানেন তরুণ। জু কিছুতেই প্যারিসযাত্রা বাতিল করতে চাননি।

তিনি বার বার অনুরোধ করেছিলেন যে, প্যারিসে ঘুরতে গিয়ে নিজেদের ভুল বোঝাবুঝি দূর করে ফেলবেন তাঁরা। কিন্তু মডেলের কথায় কর্ণপাত করেননি তরুণ। তিনি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। অন্য দিকে, তরুণীও জেদ ধরে বসেন। প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর একা একাই প্রেমের শহরে ঘুরতে যান তিনি। তরুণীর কথায়, এ সব কারণের জন্য প্যারিসে ঘোরার সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি।

Advertisement
আরও পড়ুন